Tarakeswar Special Local Trains: সোমবার সহজেই যাওয়া যাবে তারকেশ্বর, ১৪টি স্পেশাল লোকাল ট্রেন দিল রেল, দেখে নিন সময়সূচি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের প্রথম সোমবার ২২ জুলাই। শ্রাবণ মাসে রাজ্য তথা দেশের বিভিন্ন শিব তীর্থ ক্ষেত্রে যেমন পুণ্যার্থীদের ভিড় জমে, ঠিক সেই রকমই ভিড় জমে তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরে। পশ্চিমবঙ্গে যে সকল জায়গায় সবচেয়ে ভিড় দেখা যায় তার মধ্যে তারকেশ্বর অন্যতম। যে কারণে শ্রাবণ মাসের প্রথম সোমবার ১৪টি স্পেশাল লোকাল ট্রেন (Tarakeswar Special Local Trains) দিল পূর্ব রেল (Eastern Railway)।

Advertisements

পূর্ব রেল সূত্রে যা জানা গিয়েছে তাতে পুণ্যার্থীদের তারকেশ্বর ভ্রমণ আরো সহজ করার জন্য কেবলমাত্র শ্রাবণ মাসের প্রথম সোমবার নয়, পাশাপাশি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এই ১৪টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। ২২, ২৯ জুলাই এবং ৫, ১২, ১৯ আগস্ট ট্রেনগুলি চলবে। অন্যদিকে যে সকল দিনগুলিতে উৎসব রয়েছে এবং ১৯ আগস্ট পর্যন্ত প্রত্যেক রবিবার ১২টি স্পেশাল লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল।

Advertisements

১) হাওড়া থেকে ভোর ৪:০৫ মিনিটে একটি ট্রেন ছাড়বে এবং সেই ট্রেনটি তারকেশ্বর পৌঁছাবে ভোর ৫:৩৫ মিনিটে।

Advertisements

২) হাওড়া থেকে ১২:৫০ মিনিটে একটি ট্রেন ছাড়বে এবং সেই ট্রেনটি তারকেশ্বর পৌঁছাবে দুপুর ২:২০ মিনিটে।

৩) তারকেশ্বর থেকে সকাল ১০:৫৫ মিনিটে একটি ট্রেন ছাড়বে এবং সেই ট্রেনটি হাওড়া পৌঁছাবে ১২:৩০ মিনিটে।

৪) তারকেশ্বর থেকে হাওড়া একটি স্পেশাল ট্রেন সকাল ১১ঃ৩৫ মিনিটে ছাড়বে এবং হাওড়া পৌঁছাবে দুপুরে ১:০৫ মিনিটে।

৫) হাওড়া থেকে তারকেশ্বর একটি স্পেশাল ট্রেন দুপুর ১:২০ মিনিটে ছাড়বে এবং তারকেশ্বর পৌঁছাবে দুপুর ২:৫০ মিনিটে।

৬) রাত ০৯:১৭ মিনিটে তারকেশ্বর থেকে একটি ট্রেন ছাড়বে এবং সেই ট্রেনটি হাওড়া পৌঁছাবে রাত ১০:৪৫ মিনিটে।

৭) শেওড়াফুলি থেকে সকাল ৬:৫৫ মিনিটে একটি ট্রেন ছাড়বে এবং সেই ট্রেনটি তারকেশ্বর পৌঁছাবে সকাল ৭:৪৫ মিনিটে।

৮) সকাল ৯ঃ২০ মিনিটে শেওড়াফুলি থেকে একটি ট্রেন ছাড়বে এবং সেটি তারকেশ্বর পৌঁছাবে সকাল ১০ঃ১৫ মিনিটে।

৯) বিকেল ৪:২০ মিনিটে শেওড়াফুলি থেকে একটি ট্রেন ছাড়বে এবং সেটি তারকেশ্বর পৌঁছাবে বিকেল ৫:১০ মিনিটে।

১০) শেওড়াফুলি থেকে সন্ধ্যা ৭:৪০ মিনিটে একটি ট্রেন ছাড়বে এবং সেটি তারকেশ্বর পৌঁছাবে রাত ৮:৩০ মিনিটে।

আরও পড়ুন ? Jio Recharge Plans: দাম বাড়িয়ে ফ্যাসাদে জিও, ফিরিয়ে আনল পুরাতন এই ট্যারিফ প্ল্যান

১১) তারকেশ্বর থেকে ভোর ৫:৫৫ মিনিটে একটি ট্রেন ছাড়বে শেওড়াফুলির উদ্দেশ্যে এবং সেটি শেওড়াফুলি পৌঁছাবে সকাল ৬ঃ৪৫ মিনিটে।

১২) তারকেশ্বর থেকে সকাল ০৮:১০ মিনিটে একটি ট্রেন ছাড়বে এবং সেটি শেওড়াফুলি পৌঁছাবে ৯:০৩ মিনিটে।

১৩) তারকেশ্বর থেকে দুপুর ২:৫০ মিনিটে একটি ট্রেন ছাড়বে এবং সেটি শেওড়াফুলি পৌঁছাবে দুপুর ৩:৪০ মিনিটে।

১৪) সন্ধ্যা ৬:৪০ মিনিটে তারকেশ্বর থেকে একটি ট্রেন ছাড়বে এবং সেই ট্রেনটি শেওড়াফুলি পৌঁছাবে সন্ধ্যা ৭:৩০ মিনিটে।

Advertisements