নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হল সিকিম। সিকিমের প্রত্যেকটি জায়গা যেন পর্যটকদের প্রতিনিয়ত আকর্ষণ করে থাকে। আর সেই আকর্ষণের টানে প্রতিদিনই দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সিকিম ভ্রমণে (Sikkim Tour) আসেন। আবার সিকিম ভ্রমণে যে সকল পর্যটকদের ভিড় জমাতে দেখা যায় তাদের মধ্যে বড় অংশ বাঙালি।
সিকিম এমন একটি রাজ্য যার অর্থনৈতিক পরিকাঠামো মূলত পর্যটকদের উপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে। সিকিমের অর্থনীতি পর্যটকদের ওপর দাঁড়িয়ে থাকার কারণে সিকিম সরকার পর্যটকদের সবসময় সুযোগ সুবিধা দিকটি খেয়াল রাখে। এছাড়াও পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করার জন্য সিকিম সরকার রাজ্যের আনাচে কানাচে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাদের তরফ থেকে বিভিন্ন সময় নতুন নতুন নিয়মও (Sikkim Tour Rules) জারি করা হয়।
ঠিক সেই রকমই এবার সিকিম সরকারের তরফ থেকে পর্যটকদের জন্য একটি নিয়মের কথা জানানো হলো এবং সেই নিয়ম না মানলে তাদের প্রবেশে বাধাও পর্যন্ত দেওয়া হতে পারে। সিকিম সরকারের তরফ থেকে মূলত বলা হয়েছে পর্যটকবাহী সমস্ত গাড়িতে এবার বাধ্যতামূলকভাবে রাখতে হবে নোংরা ফেলার জন্য জায়গা বা ব্যাগ। পর্যটকরা যাতে গাড়ির কাঁচ খুলে যত্রতত্র নোংরা না ফেলেন তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যটন ও অসামরিক বিমান পরিবহনের তরফ থেকে এমন নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, গাড়ির কাঁচ খুলে যাতে কেউ নোংরা আবর্জনা বাইরে না ফেলেন। কেউ এই নির্দেশিকা লংঘন করছেন কিনা তার দিকে প্রশাসনিকভাবে নজরদারি চালানো হবে। যদি প্রশাসনিক নির্দেশ অমান্য করে নোংরা আবর্জনা গাড়ি থেকে বাইরে ফেলা হয় তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে, এমনকি প্রবেশে অনুমতি নাও দেওয়া হতে পারে।
এমনকি সরকারের তরফ থেকে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, গাড়ির মধ্যে থাকা নোংরা ফেলার ব্যাগ যাতে পর্যটকরা ব্যবহার করেন তা খেয়াল রাখতে হবে গাড়িচালক অথবা ট্যুর সংস্থাদের। পর্যটকদের এই বিষয়ে সবসময় সতর্ক করতে হবে। তবে নোংরা আবর্জনা যত্রতত্র ফেলা নিয়ে দীর্ঘদিন ধরেই সিকিম সরকার বেশ কড়াকড়ি পদক্ষেপ নিয়ে থাকে। এসবের মধ্যেই এবার সরকারের এই নির্দেশিকা আরো বেশি পর্যটকদের জন্য কঠিন হতে চলেছে বলে মনে করা হচ্ছে।