নিজস্ব প্রতিবেদন : ট্রেনে প্রতিদিন ভারতের লক্ষ লক্ষ যাত্রীরা সফর করে থাকেন। এই সকল লক্ষ লক্ষ যাত্রীদের যেসব নিয়ম মেনে চলতে হয় তার মধ্যে অন্যতম হলো নিজেদের কাছে বৈধ টিকিট রাখা। যাত্রীদের কাছে বৈধ টিকিট রয়েছে কিনা তা চেক করে থাকেন টিকিট পরীক্ষকরা (TTE)। তবে টিকিট চেক করতে এসে নিজেই ফাঁদে পড়বেন কোন টিটিই তা ভাবার নয়।
সম্প্রতি টিকিট চেক করতে এসে নিজেই ফাঁদে পড়ার একটি ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুর স্টেশনে। দিন কয়েক আগে ওই স্টেশনের চার নম্বর প্লাটফর্মে যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন টিটিই পোশাক পরিহিত এক ব্যক্তি। কিন্তু পরে জানা যায় ওই ব্যক্তি রেলের কোন স্বীকৃত টিটিই (Fake TTE) নয়। তিনি টিটিই-র পোশাক পরে ওই স্টেশনে যাত্রীদের টিকিট চেক করছিলেন এবং যাদের কাছে টিকিট ছিল না তাদের থেকে জরিমানা আদায় করছিলেন।
জয়পুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে ঘটে যাওয়া এমন ঘটনার পর তাকে জিআরপি গ্রেফতার করে। রেল সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম রিঙ্কু এবং তিনি শিব পুরীর বাসিন্দা। আসলে ওই দিন তিনি রক্ষা পেয়ে যেতেন যদি ঘটনার সময় আসল টিটিই ওই প্লাটফর্মে না পৌঁছাতেন। ওই চার নম্বর প্লাটফর্মে ঘটনার সময় দায়িত্ব পড়েছিল বিশ্বামিত্র নামে এক টিকিট পরীক্ষকের। তিনি তার দায়িত্ব মতো চার নম্বর প্লাটফর্মে পৌঁছে দেখতে পান সেখানে আরেকজন টিকিট পরীক্ষা করছেন।
টিটিই পোশাক পরিহিত ওই ব্যক্তিকে দেখে যখন টিকিট পরীক্ষক বিশ্বামিত্র তার দিকে এগিয়ে যান তখন বেগতিক বুঝতে পেরে ফেক টিটিই রিঙ্কু পালানোর চেষ্টা করেন। কিন্তু পালানোর চেষ্টা করলেও সেখান থেকে তিনি পালাতে পারেন নি। ঘটনাস্থলে তড়িঘড়ি জিআরপি পৌঁছে ভুয়ো ওই টিকিট পরীক্ষককে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তির থেকে ভুয়ো আই কার্ডও উদ্ধার করা হয়।
ভুয়ো টিকিট পরীক্ষক রিঙ্কু যখন ৪ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে যাত্রীদের থেকে টিকিট পরীক্ষা করছিলেন সেই সময় যখন আসল টিকিট পরীক্ষক বিশ্রামিত্র তার দিকে এগিয়ে আসেন সেই সময় রিঙ্কু ছুটে পালানোর চেষ্টা করলে প্ল্যাটফর্মে টহলরত আরপিএফ এসআই নথি সিং এবং কনস্টেবল ভিম সিং তড়িঘড়ি ওই ব্যক্তিকে পাকরাও করে ধরে ফেলেন। এই ঘটনার বিরুদ্ধে আরপিএফ-এর তরফ থেকে মামলা রুজু করা হয়েছে এবং ওই ব্যক্তিকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে।