নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) রেল পরিষেবার ওপর ভর করে প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। এই বিপুলসংখ্যক যাত্রীদের মধ্যে কেউ কেউ আবার প্রতিদিন নিজেদের গন্তব্য ও গন্তব্য থেকে বাড়ি ফেরার জন্য রেল পরিষেবা ব্যবহার করে থাকেন। এই ধরনের যাত্রীরা প্রতিদিন টিকিট বুক না করে চার ধরনের টিকিট বুক করে থাকেন।
যারা প্রতিদিন একই রুটে যাতায়াত করেন অর্থাৎ নিত্যযাত্রী তাদের মধ্যে কোন কোন যাত্রীকে মান্থলি, কোন কোন যাত্রীকে কোয়ার্টারলি, কোন কোন যাত্রীকে হাফ ইয়ারলি, আবার কোন কোন যাত্রীকে ইয়ারলি টিকিট বুকিং করতে দেখা যায়। এই ধরনের টিকিট বুকিং ব্যবস্থাকে বলা হয় সিজন টিকিট বুকিং (Season Train Ticket)। যারা এই ধরনের টিকিট বুকিং করে থাকেন তারা অফলাইনে কিভাবে এমন টিকিট পাবেন তা ভালোভাবেই জানেন, কিন্তু অনলাইনে (Online Season Train Ticket) কিভাবে পাওয়া যায় তা অনেকেই জানেন না।
অফলাইনে নিকটবর্তী রেল স্টেশন থেকে সিজন টিকিট বুকিং করা যায়। আর অনলাইনে ইউটিএস (UTS) অ্যাপের মাধ্যমেও সিজন টিকিট বুকিং করা যায়। এর জন্য যে সকল নিত্যযাত্রীদের কাছে ইউটিএস অ্যাপ নেই তাদের ওই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এবং একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। এরপর অ্যাপের মধ্যে থাকা হোম পেজেই Season Ticket টিকিট নামে একটি ক্যাটাগরি দেখতে পাওয়া যাবে। সিজন টিকিট কাটার জন্য ওই ক্যাটাগরি বেছে নিতে হবে নিত্যযাত্রীদের।
আরও পড়ুন ? Fake TTE: যাত্রীদের টিকিট পরীক্ষা করতে এসে নিজেই ফাঁদে পড়লেন পরীক্ষক, যা ঘটলো ভাবার নয়
এরপর বেছে নিতে হবে পেপারলেস নাকি পেপার কোন ধরনের টিকিট আপনি চাইছেন। দুটি অপশনের মধ্যে যেকোনো একটি অপশন বেছে নেওয়ার পর নতুন টিকিট বুকিং করতে হলে Issue Ticket এবং যদি পুরাতন টিকিট রিনিউ করতে চান তাহলে Renew Ticket অপশনে ক্লিক করতে হবে। নতুন টিকিট অপশন বেছে নেওয়ার পর আপনি কোন কোন স্টেশনের মধ্যে যাতায়াত করতে চাইছেন তা বেছে নেওয়ার পর বেছে নিতে হবে মান্থলি, কোয়াটারলি, হাফ ইয়ারলি অথবা ইয়ারলি কতদিনের জন্য টিকিট চাইছেন।
এসব বেছে নেওয়ার পর আপনাকে আপনার পুরো ঠিকানা দিতে হবে। তারপর Get Fare নামে যে অপশন পাওয়া যাবে সেখানে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আপনার ভাড়া কত পড়ছে তা দেখিয়ে দেওয়া হবে এবং আপনি সেই ভাড়া Rwallet অথবা অন্যান্য মাধ্যম অর্থাৎ ইউপিআই, ক্রেডিট কার্ড ইত্যাদি মারফত পেমেন্ট করতে পারবেন। এই পদ্ধতিতে আপনি বাড়িতে বসে সহজেই ট্রেনের সিজন টিকিট বুক করতে পারবেন। পাশাপাশি সিজন টিকিট রিনিউ করতেও পারবেন।