নিজস্ব প্রতিবেদন : রাজ্যের উত্তরবঙ্গ জুড়ে টানা বৃষ্টির দেখা মিললেও দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মেলার পাশাপাশি স্থান বিশেষে কোথাও কোথাও ভারী বৃষ্টির দেখা মিলেছে। তবে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ার কারণে দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টির ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে অবশেষে হাওয়া অফিসের (Weather Report West Bengal) তরফ থেকে খুশির খবর দেওয়া হল বৃষ্টি নিয়ে।
আলিপুর হাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থান রয়েছে এই মুহূর্তে। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে। জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। চলুন দেখে নেওয়া যাক কোন কোন জেলায় কবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস সূত্রে যে আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়েছে তাতে স্পষ্ট, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আবার কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
আরও পড়ুন ? Mid Day Meal: মিড ডে মিলে ডিম ভাত অতীত! এবার ৪ ছাত্রীর উদ্যোগে পড়ুয়াদের পাতে পড়ল লোভনীয় খাবার
মঙ্গলবার দক্ষিণবঙ্গের যে সকল জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সকল জেলাগুলি হল পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা। বুধবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বাকি অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি মৎস্যজীবীদের জন্যও সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের সর্তকতা অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কেননা উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই এবার ইতিমধ্যেই ভারী বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির ঘাটতি তো নেই, উপরন্তু অতিবৃষ্টিতে সেখানকার বাসিন্দাদের নাজেহাল অবস্থা। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি রয়েছে তা এবার কিছুটা হলেও কম হবে বলেই আশা করা হচ্ছে।
(এই তথ্য হাওয়া অফিসের ওয়েবসাইট থেকে নেওয়া এবং যেহেতু এই প্রতিবেদন আবহাওয়ার পূর্বাভাস, তাই তার বদল হতেও পারে। হাওয়া অফিসের তরফ থেকে যে সকল পূর্বাভাস দেওয়া হয় তার আরো ভালো আপডেট পেতে আইএমডির অফিসিয়াল ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।)