নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি ব্যাংক থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠানে যাতে কোনরকম আর্থিক গোলমাল না হয় তার জন্য দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সব সময় নজরদারি চালিয়ে থাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন নজরদারি চালানোর সময় কোথাও কোনরকম অসংগতি চোখে পড়লেই সেই সকল আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের উপর পদক্ষেপ (RBI Banks Penalty) গ্রহণ করা হয়।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন কড়া নজরদারিতে দেশের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে প্রাইভেট ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান জরিমানার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের কঠোর শাস্তি পেয়ে থাকে। ঠিক সেই রকমই এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে চার চারটি ব্যাংকের উপর পদক্ষেপ গ্রহণ করল। চার চারটি ব্যাংকের উপর আর্থিক জরিমানা চাপানো হল।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি যে চারটি ব্যাংকের উপর আর্থিক জরিমানা চাপানো হয়েছে সেগুলি অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং বিহারের। খুশির খবর যে পশ্চিমবঙ্গের কোন ব্যাংক এই তালিকায় আপাতত নেই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে মূলত ওই চারটি রাজ্যের চারটি সমবায় ব্যাংকের উপর প্রচুর পরিমাণে আর্থিক জরিমানা চাপানো হয়েছে।
নাবার্ডকে জালিয়াতিল রিপোর্ট দেরিতে করার কারণে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরামে অবস্থিত ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাংক লিমিটেডকে ৫০০০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। একইভাবে এক্সপোজার নিয়ম এবং ইউসিবিতে সংবিধিবদ্ধ ও অন্যান্য নিয়ম অমান্য করার জন্য কর্ণাটকের শ্রী হরিহরেশ্বর আরবান কো-অপারেটিভ ব্যাংককে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
ব্যাংক অ্যাকাউন্টের ঝুঁকি এড়িয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হওয়ার কারণে বিহারের বৈশালী জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের উপর এক লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। অন্যদিকে ব্যাংকের পরিচালকদেরই ঋণ মঞ্জুর করার কারণে মহারাষ্ট্রের চন্দ্রপুরা জেলার সমবায় ব্যাংক লিমিটেডকে ২.৫ লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।