Chartered Accountant: সবজি বিক্রি করে ছেলেকে মানুষ! CA পাশ করে মায়ের সম্মান রাখলেন ছেলে

Prosun Kanti Das

Published on:

Advertisements

The mother sold vegetables to make her son a Chartered Accountant: নিজে পড়াশোনা জানুক বা না জানুক। নিজের সন্তানকে সুশিক্ষিত করার স্বপ্ন দেখেন প্রত্যেক বাবা-মা। পরিবারে যতই অভাব থাকুক না কেন, সন্তানের শিক্ষার উপর তার কোন প্রভাব পড়তে দিতে চান না কোন বাবা মাই। শত কষ্ট করে হলেও শিক্ষার জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসের যোগান দিতে থাকেন সন্তানকে। সমাজে প্রতিষ্ঠিত করতে, সুশিক্ষিত করতে, মানুষের মতো মানুষ করতে নিজের স্বর্বশ উজার করে দিতেও ২ বার ভাবেন না বাবা মায়েরা। সেই সন্তান যখন সত্যি সত্যি সফলতা পায়, তখন বাবা-মায়েরদের থেকে বেশি খুশি বোধহয় আর কেউ হন না। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। নিজেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (Chartered Accountant) হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সবজি বিক্রেতার সন্তান।

Advertisements

সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোন রকম আত্মত্যাগই বাবা মায়ের কাছে তুচ্ছ। আর সেই সন্তান যখন সফলতা পায়, তাতেই তাদের আত্মতুষ্টি হয়। সন্তানের সফলতার মধ্য দিয়ে নিজেদের সফলতা খুঁজে পান বাবা-মায়েরা। সম্প্রতি এমনই ১ টি ঘটনার নিদর্শন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এক জন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের (Chartered Accountant) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এবং সেই খবর তিনি তার মাকে জানিয়েছেন। তার সবজি বিক্রেতা মা এই খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন। ছেলেকে আদরে ভরিয়ে দিয়েছেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সাথে সাথে ব্যাপক হারে ভাইরাল হচ্ছে।

Advertisements

মহারাষ্ট্রের গণপূর্ত বিভাগের মন্ত্রী রবীন্দ্র চাভান নিজে এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সের হ্যান্ডেলে শেয়ার করেছেন। এবং তিনি ক্যাপশনে লিখেছেন কঠোর পরিশ্রম আর মননশীলতাই এই ছেলেটিকে এই সফলতা অর্জন করতে সাহায্য করেছে। চার্টার্ড অ্যাকাউন্টের (Chartered Accountant) পরীক্ষা কিন্তু মোটেও সহজ নয়। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইন ইন্ডিয়া একটি পরীক্ষার আয়োজন করে প্রতিবছর। সিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে করতে হয় কঠোর পরিশ্রম। বহু বছর সময় লেগে যায় শুধু এই পরীক্ষার প্রস্তুতি নেবার জন্য। সে ক্ষেত্রে দারিদ্রতার একটা বড় বাঁধা হয়ে দাঁড়ানোটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই ছেলেটির ক্ষেত্রে দারিদ্রতা কোন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। একাগ্রতা, কঠোর পরিশ্রম, সর্বোপরি ইচ্ছা শক্তি তাকে তার সাফল্যের পথে পৌঁছে দিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? WB Launch Viral Video: মাঝ গঙ্গায় উথাল পাথাল অবস্থা, দক্ষিণেশ্বর থেকে বেলুড় যেতে দম ফাটল লঞ্চের

ভিডিওটিতে যে ছেলেটি রয়েছে তার নাম যোগেশ। সম্প্রতি সে সিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার মা সবজি বিক্রি করে ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন। অত্যন্ত দারিদ্রতার মধ্যেই কেটেছে যোগেশের ছোটবেলা। কিন্তু দারিদ্রতা তার লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যোগেশ তার মায়ের সবজির দোকানে এসে তার সিএ (Chartered Accountant) পরীক্ষায় উত্তীর্ণ হবার খবরটি দেয়। আর তার মা আনন্দে আত্মহারা হয়ে দোকান ফেলে উঠে এসে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার চোখের আনন্দাশ্রু দেখে সহানুভূতিশীল হয়ে পড়েছেন নেটিজেনরাও। যোগেশের মায়ের ওই চোখের জল যেন বলছে অনেক কষ্ট, অনেক পরিশ্রমের পর আজ শেষমেশ সফলতা এসেছে তার দ্বারে।

সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পর থেকেই ভিডিওটি ব্যপকহারে ভাইরাল হচ্ছিল। মহারাষ্ট্রের গণপূর্ত বিভাগের মন্ত্রী এই ভিডিওটি শেয়ার করার পর তা ভাইরাল হওয়ার মাত্রা আরো অনেকটা বেড়ে গেছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (Chartered Accountant) হওয়ার পর গর্বিত ছেলে এবং ছেলের গৌরবে গর্বিত মা। তাদের এই ভিডিও ইতিমধ্যে ১৫ লক্ষের বেশি ভিউজ এবং ৫০০০ এর বেশি লাইক পেয়েছে। ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টেরও বন্যা বয়ে যাচ্ছে। তার মধ্যে একজন ব্যবহারকারী লিখেছেন সিএ পরীক্ষায় এখনো পর্যন্ত কোনো সংরক্ষণের ব্যবস্থা গৃহীত হয়নি। শুধুমাত্র মেধা থাকলে তবেই সিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। মেধা আর কঠোর পরিশ্রম ছাড়া সিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। গরীব হোক বা বড়লোক সবার জন্য একই নিয়ম।

Advertisements