নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা এমন এক পরিষেবা যার উপর ভর করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্য এবং গন্তব্য থেকে ফের বাড়ি ফিরে আসেন। এই সব কারণে রেল পরিষেবাকে গণপরিবহনের লাইফ লাইন বলা হয়। আর এই রেল পরিষেবারই একটি অংশ হলো মেট্রো রেল (Metro Rail)। এবার বাজেটে কলকাতা মেট্রোর (Union Budget Kolkata Metro) জন্য দরাজ হতে দেখা গেল কেন্দ্র সরকারকে।
দেশের প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়েছিল কলকাতায়। যে কারণে কলকাতা মেট্রোর গুরুত্ব সবসময় আলাদা। বর্তমানে কলকাতার আনাচে কানাচে মেট্রো পরিষেবাকে ছড়িয়ে দেওয়ার কাজ চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতিদিনই কোন না কোন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কলকাতা মেট্রোকে নিয়ে। আর এই সকল পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য এবার কেন্দ্রের বরাদ্দ বৃদ্ধির মত খুশির খবর।
কেন্দ্র সরকারের তরফ থেকে ২৩ জুলাই বাজেট পেশ করার সময় নতুন নতুন বেশ কিছু ঘোষণা করতে দেখা যায়। নতুন নতুন ঘোষণায় কেন্দ্র সরকার একদিকে যেমন বেতনভুক্ত কর্মচারীদের স্বস্তি দেয়, ঠিক সেই রকমই আবার মোবাইল, চার্জার সহ বিভিন্ন বৈদ্যুতিন জিনিসপত্রের দাম কমানোর ঘোষণা করে। এছাড়াও জীবনদায়ী ক্যান্সারের তিনটি ওষুধের দাম কমানোর ঘোষণা করে। এসবের পাশাপাশি সোনা, রুপো, প্লাটিনামের মত ধাতুর দাম কমানোর ঘোষণা করে। পাশাপাশি কলকাতা মেট্রোর বরাদ্দ বৃদ্ধি করার ঘোষণাও করা হয়।
আরও পড়ুন ? Union Budget Goods Price: কেন্দ্রীয় বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো, বাড়লো কিসের
কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্পের জন্য গত বাজেটে কেন্দ্র সরকারের তরফ থেকে ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার বাজেটে সেই বরাদ্দ বৃদ্ধি করা হলো এবং বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৯০৬ কোটি টাকা। কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্পের জন্য ৩০৬ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করার পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে জোকা-বিবাদীবাগ মেট্রোর জন্য ৪০০ কোটি টাকা এবং দমদম-নিউ গড়িয়া মেট্রোর জন্য ৪১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রীয় এই বাজেটে কেন্দ্র সরকার বিরোধী রাজনৈতিক দল দ্বারা শাসিত রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে এমন অভিযোগ তোলা হচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে গরিব বিরোধী বাজেট বলে আখ্যা দিয়েছেন। তবে এসবের মধ্যেই পশ্চিমবঙ্গের কলকাতা মেট্রোর জন্য কোটি কোটি টাকা বরাদ্দ রীতিমতো সাধারণ বাসিন্দাদের জন্য খুশির খবর বলেই মনে করা হচ্ছে।