নিজস্ব প্রতিবেদন : প্রযুক্তিগত দিক দিয়ে ভারতীয় রেল (Indian Railways) দিন দিন এগিয়ে গেলেও ট্রেন দুর্ঘটনার মত অবাঞ্ছিত ঘটনা এখনো আটকানো সম্ভব হয়ে ওঠেনি। বিশেষ করে ইদানিংকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শুরু করে চন্ডিগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা রেলকে কাঠগড়ায় তুলেছে। তবে এই ধরনের দুর্ঘটনা যাতে আর না হয় বা কমানো যায় তার জন্য এবার রেলের তরফ থেকে বিরাট কাজ (Railway Safety Upgrade) করা হবে।
দেশের বিভিন্ন জায়গায় একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন দেশের বিভিন্ন মহল রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নানান অভিযোগ তুলছে, ঠিক সেই রকমই আবার রেল পরিষেবা দিন দিন সাধারণ যাত্রীদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছে। তবে এই রকমই পরিস্থিতিতে এবার সুরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য বিপুল টাকা বরাদ্দ করা হলো।
রেলের জন্য বিপুল টাকা বরাদ্দ করা হয় মূলত কেন্দ্রীয় বাজেটে। ২০২৪-২৫ অর্থ বর্ষের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে রেলের জন্য বরাদ্দ করা হয়েছে ২.৬২ লক্ষ কোটি টাকা। ভারতীয় রেলের জন্য এমন বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করার পাশাপাশি কেবলমাত্র সুরক্ষার জন্য বরাদ্দ করা হয়েছে ১.০৮ লক্ষ কোটি টাকা। আর এই বিপুল পরিমাণ টাকা দিয়েই যাত্রীদের সুরক্ষা বাড়াবে রেল। রেলের তরফ থেকে আর ট্রেন দুর্ঘটনা যাতে না ঘটে সেই দিকেই নজর রাখা হবে।
আরও পড়ুন ? Ratan Tata: ফের করিস্মা দেখাবেন রতন টাটা, এবার টাটাদের একটি গ্রূপের সিদ্ধান্ত নেবেন নিজেই
বিপুল পরিমাণ টাকা দিয়ে সুরক্ষা ব্যবস্থাকে আরো সুরক্ষিত করার জন্য পুরাতন যে সকল রেল ট্র্যাক রয়েছে সেগুলি প্রতিস্থাপন করা হবে, সিগন্যালিং যে ব্যবস্থা রয়েছে সেগুলির উন্নতি করা হবে, বিভিন্ন রুটে কবচ সিস্টেম স্থাপন করার কাজ করা হবে, এছাড়াও রেল ওভারব্রিজ, আন্ডারপাশ নির্মাণের মতো বিভিন্ন কাজ করা হবে। ভারতীয় রেল সম্প্রতি কবচ ৪.০ ইন্সটল করার অনুমতি পেয়েছে। এই কাজ খুব দ্রুততার সঙ্গে করা হবে বলেই জানা যাচ্ছে।
অন্যদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতে এখন সাধারণ কামরায় যাত্রী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে সাধারণ কোচের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সিদ্ধান্ত নিয়েছে ২৫ হাজার সাধারণ কোচের পাশাপাশি অতিরিক্ত আরও ১০ হাজার সাধারণ কোচ তৈরি করা হবে। কেন্দ্রীয় বাজেটে যে টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকার হাত ধরেই এই সকল চাহিদা পূরণ করবে রেল।