নিজস্ব প্রতিবেদন : ৬ বছরের বেশি সময় ধরে নির্মাণ করা হচ্ছে সিউড়ি ও বোলপুর যাওয়ার রাস্তায় থাকা হাটজান বাজার রেল গেটের ওপর রেল ওভারব্রিজ (Suri Rail Over Bridge)। তবে এত বছর ধরে এমন একটি কাজ চললেও বিভিন্ন সমস্যার কারণে সেই কাজ মাঝে মাঝেই থমকে গিয়েছে। কাজ মাঝে মাঝে থমকে যাওয়ার কারণে এখনও পর্যন্ত রেল ওভারব্রিজ তৈরি শেষ হয়নি। বছরের পর বছর ধরে এলাকার বাসিন্দারা এই রেল ওভার ব্রিজটির দিকে তাকিয়ে রয়েছেন। অবশেষে ওই ওভারব্রিজ নির্মাণের কাজ কবে শেষ হবে তা জানা গেল।
সিউড়ির হাটজান বাজার এলাকায় থাকা এই রেল ওভারব্রিজটি তৈরীর ক্ষেত্রে মূলত সব থেকে বড় সমস্যা যা ছিল তা হল নির্মাণকারী সংস্থা। নির্মাণকারী সংস্থার সঙ্গে রেলের সমস্যা তৈরি হওয়ায় কাজ থমকে যায় এবং পরে রেল সেই কাজ অন্য সংস্থাকে দেয়। রেলের তরফ থেকে অন্য সংস্থাকে ওই কাজের দায়িত্ব দেওয়ার পর কাজ এখন অনেকটাই গতি পেয়েছে। এবার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এমনটাই জানা গেল।
রেল ওভারব্রিজ তৈরি শেষ করতে স্থানীয় প্রশাসনের যে সহযোগিতা প্রয়োজন তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নির্মাণকারী সংস্থার সঙ্গে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান এবং বীরভূম জেলা প্রশাসনের সিউড়ি মহকুমার এসডিও ও এসডিপিওর সঙ্গে একটি বৈঠক হয়। যে বৈঠক ছিল মূলত শেষ পর্যায়ের কাজ করার জন্য যানবাহন অন্য কোন রুটে ঘোরানো হবে তা নিয়ে। এই বিষয়ে নির্মাণকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে। শেষ পর্যায়ের কাজ চালানোর সময় অন্য রুটে যানবাহন ডাইভার্ট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিনের এই বৈঠক শেষে দুই পক্ষই যা যা সিদ্ধান্ত নিয়েছেন তাতে কাজ খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে এমনটাই আশা করা হচ্ছে। এছাড়াও সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের মুখ থেকে নির্মাণকারী সংস্থাদের প্রশংসাও শোনা গিয়েছে। নির্মাণকারী সংস্থার পাশাপাশি প্রশাসনিক ভাবে যা যা করণীয় সমস্তটাই সাহায্য করে দ্রুত এই রেল ওভারব্রিজ নির্মাণ করে রেলকে হ্যান্ড ওভার করা হবে বলে জানা গিয়েছে।
নির্মাণকারী সংস্থার তরফ থেকে এবং সিউড়ি পৌরসভার চেয়ারম্যান দুই পক্ষই দাবি করেছেন আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নির্মাণের কাজ শেষ করে দেওয়া হবে। পাশাপাশি ডিসেম্বর মাসের মধ্যেই দীর্ঘ প্রতীক্ষিত সিউড়ি হাটজান বাজার রেল ওভারব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে বলেও আভাস দিয়েছেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি।
Advertisements