Police Clearance Certificate: নতুন পোর্টাল চালু করল রাজ্য, এবার সহজেই অনলাইনে মিলবে PCC

Prosun Kanti Das

Published on:

Advertisements

প্রসুন কান্তি দাসঃ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (Police Clearance Certificate) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথিপত্র। কোন ব্যক্তির নামে কোন প্রকার ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা তার প্রমাণ স্বরূপ ব্যবহার করা হয় এই শংসাপত্রটিকে। নির্দিষ্ট কোন ব্যক্তির নামে কোন ক্রিমিনাল রেকর্ড নেই, এই মর্মে স্বীকৃতি দেয় এই শংসাপত্র। বিশেষ করে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য এই শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিদেশে পড়াশোনা করতে যান বা কাজের জন্য যান এই শংসাপত্র ছাড়া না পাওয়া যাবে পাসপোর্ট না পাওয়া যাবে ভিসা। কিন্তু এই শংসাপত্রটি বের করতে রীতিমত নাজেহাল হয়ে যেতে হয় অনেককেই। সেই পরিস্থিতি সামাল দিতে এখন থেকে অনলাইনে শংসাপত্র প্রদানের প্রক্রিয়া চালু করছে প্রশাসন।

Advertisements

এখন থেকে অনলাইনে করা যাবে আবেদন। দেশে হোক বা বিদেশে যে কোন জায়গা থেকেই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের (Police Clearance Certificate) জন্য আবেদন করতে পারবেন যে কোন ব্যক্তি। আবেদন ফ্রি ধার্য করা হয়েছে মাত্র ৩০০ টাকা। উপযুক্ত নথিপত্র দিয়ে আবেদন করলেই পাওয়া যাবে শংসাপত্র। আগেও এই শংসাপত্রের ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়া চালু ছিল। কিন্তু সেই প্রক্রিয়া শুধুমাত্র কলকাতা এবং বিধাননগর কমিশনারেটের জন্যই চালু ছিল। পশ্চিমবঙ্গ পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হতো ম্যানুয়াল শংসাপত্র। কিন্তু এখন পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকেও অনলাইনে দেওয়া হবে পিসিসির সার্টিফিকেট। এর জন্য নতুন করে একটি পোটেল তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। মাত্র ৩০০ টাকা খরচে এই পোর্টাল থেকেই আবেদন করা যাবে পিসিসির জন্য।

Advertisements

কিভাবে আবেদন করবেন সেটাই ভাবছেন তাই তো? অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের (Police Clearance Certificate) জন্য আবেদন করা একেবারেই সহজ। প্রশাসনের পক্ষ থেকে চালু করা নতুন পোর্টালে গিয়ে অ্যাপ্লাই ফর পিসিসি অপশনে ক্লিক করতে হবে। নিজের ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপর নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে সেই পেজে নির্দিষ্ট ব্যক্তির আধার নম্বর এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের তথ্যসহ ছবি আপলোড করতে হবে। সকলের জন্য আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে ৩০০ টাকা। আবেদন করার পর সার্টিফিকেট হাতে পাওয়া অব্দি কাজ কতদূর এগুলো তাও জানতে পারবেন নতুন এই পোর্টালের মাধ্যমে। সেক্ষেত্রে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটিকে ব্যবহার করতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Malda-Digha-Malda Special Train: চালু হল দীঘা যাওয়ার আরো একটি স্পেশাল ট্রেন, ভাড়াও অনেক কম

অনলাইনে আবেদন তো করা হলো। কিন্তু সার্টিফিকেটটা হাতে পাবেন কি করে? এটা কি সরকারের পক্ষ থেকে বাড়ির ঠিকানায় পাঠানো হবে? নাকি নিজেকে কোথাও থেকে নিয়ে আসতে হবে? না এইসব চিন্তা করার কোন প্রয়োজন নেই। সার্টিফিকেটের জন্য আবেদন যেমন করা যাবে অনলাইনে তেমনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (Police Clearance Certificate) পাওয়াও যাবে অনলাইনে। সার্টিফিকেট ডাউনলোড করার অপশন রয়েছে নতুন এই পোর্টালে। আবেদন করা থেকে শুরু করে সার্টিফিকেট হাতে পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি চলবে অনলাইনে। তাই কাজ সম্পূর্ণ স্বচ্ছতার সাথে হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এমনকি কাজ কতদূর এগুলো আদোতে কাজ এগোচ্ছে কিনা যাবতীয় বিষয়ের উপর নজর রাখা যাবে এই পোর্টালের মাধ্যমে। নতুন এই পোর্টালের সাহায্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া নিয়ে আর কোন সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে।

প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছিল বিদেশ গিয়ে পড়াশোনা করার জন্য অথবা চাকরি করার জন্য তাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (Police Clearance Certificate) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই মুহূর্তে যাদের বিদেশ যাবার কোন পরিকল্পনা নেই তাদের মনে হতেই পারে যে তারা এই সার্টিফিকেটের খুঁটিনাটি বিষয় জেনে কি করবেন? তাদের তো কোন কাজে আসবে না। কিন্তু আপনি কি জানেন? দেশের বিভিন্ন ক্ষেত্রে এই সার্টিফিকেটটা প্রয়োজন হয়। সরকারি হোক বা বেসরকারি সব ক্ষেত্রেই চাকরির জন্য অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়। সে ক্ষেত্রেও অনলাইন আবেদন প্রক্রিয়া সহজে সার্টিফিকেট সংগ্রহ করতে সাহায্য করবে আবেদনকারীকে। নতুন পোর্টালটি চালু করার পর তাকে সঠিকভাবে কার্যকর করা সম্ভব হলে উপকৃত হবে সমগ্র দেশবাসী।

Advertisements