প্রসূন কান্তি দাসঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শুধুমাত্র সরকারি চাকরির পিছনে ছোটার আর হয়তো প্রয়োজন নেই। এবার বেসরকারিতেও ভালো কাজের সুযোগ থাকবে চাকরিপ্রার্থীদের জন্য। নতুন করে কর্মী নিয়োগ করার ঘোষণা করল বহুজাতিক সংস্থা ইনফোসিস (Infosys)। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বইঠকে নতুন করে কর্মী নিয়োগ করার ঘোষণা করেছে ইনফোসিস। ইনফোসিসের ফিনান্সিয়াল অফিসার জায়েশ সংঘরাজকা নিজে এই ঘোষণা করেছেন সংবাদ মাধ্যমের সামনে। শূণ্যপদের সংখ্যাও অনেক বেশি ধার্য করা হয়েছে। প্রায় ১৬ থেকে ২০ হাজার শূন্য পদের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে ইনফোসিস।
ভারতে ব্যবসা করা অন্যতম আইটি জায়েন্ট হিসেবে পরিচিত ইনফোসিস (Infosys)। সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে নতুন আর্থিক বছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের হিসেব-নিকেশ প্রকাশ্যে আনা হয়েছে। লাভের পরিমাণ লক্ষ্য করে কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ্যে আনার পরে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। এবং সেই বৈঠকেই নতুন করে কর্মী নিয়োগ করার কথা ঘোষণা করে ইনফোসিসের সিএফও। এই ঘোষণা করার সময় তিনি বলেন, সংস্থার আর্থিক অগ্রগতির কথা মাথায় রেখেই নতুন করে কর্মী নিয়োগ করার ভাবা হচ্ছে। ১৫ থেকে ২০ হাজার ফ্রেশারকে কর্মী হিসেবে নিয়োগ করবে ইনফোসিস।
নিয়োগ করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংস্থা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন সংস্থার সিএফও। সাংবাদিক বৈঠকে ইনফোসিসের সিএফও বলেন, প্রতিবছরই বেশ কিছু কর্মী নিয়োগ করা হয় আমাদের সংস্থার পক্ষ থেকে। নতুন আর্থিক বছরেও এর অন্যথা হবে না। তাছাড়া নতুন আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে সংস্থার লাভের অগ্রগতি লক্ষ্য করে নতুন করে কর্মী নিয়োগ করার কথা ভাবছে সংস্থা। চলতি আর্থিক বছরে প্রায় ২ হাজার কর্মী সংস্থা ছেড়ে চলে গেছে। ফলে বর্তমানে ৮৫% জায়গা খালি রয়েছে। সেই জায়গা পূরণ করার উদ্দেশ্যে নতুন করে ১৫ থেকে ২০ হাজার ফ্রেশার কে নিয়োগ করতে চাইছে ইনফোসিস (Infosys)। প্রতিবছরই ফ্রেশারদের জন্য চাকরির অভাবনীয় সুযোগ নিয়ে হাজির হয় ইনফোসিস।
আরও পড়ুন ? Women Facilities in Budget: বাপ বাপ বলে মিলবে সুবিধা, মহিলাদের জন্য কেন্দ্র নিল ৫ বিরাট সিদ্ধান্ত
অন্যতম আইটি জায়ান্ট ইনফোসিসের তরফ থেকে করা এই ঘোষণার পর চাকরিপ্রার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। সদ্য স্নাতক অথবা স্নাতক স্তরে পড়া পড়ুয়াদের মধ্যে চাকরি নিয়ে নতুন করে আশার আলো দেখা দিচ্ছে। ইনফোসিস (Infosys) যেহেতু ফ্রেশারদেরকে সুযোগ করে দিচ্ছে তাই স্নাতক উত্তীর্ণ অথবা স্নাতক স্তরে পাঠরত পড়ুয়াদের জন্যই ইনফোসিসে চাকরি পাওয়া সবথেকে সুবিধা জনক। এছাড়াও সবথেকে বড় সংস্থা টাটা কনসালটেন্সিও এই বছর প্রায় ৪০০০০ কর্মী নিয়োগ করতে চলছে বলে জানা গেছে। টাটা কনসালটেন্সিতে অবশ্য ইতিমধ্যে ১১ হাজার ফ্রেশার ক্যান্ডিডেট প্রশিক্ষণরত রয়েছে। প্রথম ত্রৈমাসিকে ইনফোসিস থেকে চাকরি ছেড়ে চলে গেছেন প্রায় ১৯০৮ জন কর্মী। উল্টোদিকে টাটা কনসালটেন্সিতে যোগ দিয়েছেন প্রায় ৫৪৫২ জন। তবে মার্চ মাসের তুলনায় টাটা কনসালটেন্সির কর্মী সংখ্যা ১৭৫৯ জন কমে গেছে।
শুধুমাত্র ইনফোসিস (Infosys) কিংবা টাটা কনসালটেন্সি নয়, চলতি বছরে কর্মী সংখ্যা কমেছে এইচসিএলেও। বর্তমান আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ৮০৮০ জন কর্মী সংস্থা ছেড়ে চলে গেছে। এই সময়ের মধ্যে বড় বড় সংস্থা গুলিতে যেখানে কর্মী সংখ্যা কমছে সেখানে উল্টো পুরান দেখা গেছে এলটিআইমাইন্ডট্রি সংস্থাটিতে। সেখানে নতুন করে চাকরি পেয়েছেন ২৮৪ জন কর্মী। কর্মী নিয়োগের কথা বলার সময় ইনফোসিস বলেছে তাদের আর্থিক লাভের গ্রাফ বৃদ্ধির কারণেই তারা নতুন করে কর্মী নিয়োগ করতে চাইছে। স্টক এক্সচেঞ্জের রেকর্ড দেখলেই তার প্রমাণ পাওয়া যায়। ইনফোসিসের গ্রাফ প্রতিনিয়ত উর্ধ্বমুখী হয়ে চলেছে। সামনের দিনগুলিতে এই স্টকটির দাম দিন দিন আরো বেড়েই চলতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।