নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্কের শাখা হলো দেশের প্রত্যেক নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। বর্তমানে ডিজিটাল লেনদেন বেড়ে গেলেও ব্যাঙ্কের শাখার গুরুত্ব কোনদিনই শেষ হয়নি। কোন না কোন কাজে দেশের কোটি কোটি গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় দৌড়াতে হয়। যে কারণে কোন কোন দিন ব্যাঙ্কের শাখা খোলা (Bank Open Dates) আর বন্ধ থাকবে তা জেনে নেওয়া দরকার।
ব্যাঙ্কের শাখা কোন কোন দিন খোলা থাকবে এবং কোন কোন দিন বন্ধ থাকবে তা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেক মাসের জন্য একটি করে তালিকা প্রকাশ করে থাকে। এই তালিকা প্রকাশ করার কারণ হলো গ্রাহক হয়রানি কমানো। কেননা আগাম ব্যাঙ্ক বন্ধ থাকার দিন জানা থাকলে গ্রাহকদের অযথা ব্যাঙ্কের শাখা থেকে ঘুরে যেতে হয় না।
চলতি বছর আগস্ট মাসে মোট ৪টি রবিবার পড়েছে। সাধারণ ছুটির নিরিখে ব্যাঙ্ক কর্মীরা ওই ৪ দিন নিয়ম অনুযায়ী ছুটি পাবেন। রবিবারের ৪ দিন ছুটি হল ৪, ১১, ১৮, ২৫ আগস্ট। এছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি ব্যাঙ্ক কর্মীরা প্রত্যেক মাসে পেয়ে থাকেন। আগস্ট মাসেও দ্বিতীয় ও চতুর্থ শনিবারের দরুন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এবার মাসের দ্বিতীয় শনিবার পড়েছে ১০ আগস্ট এবং চতুর্থ শনিবার পড়েছে ২৪ আগস্ট।
আরও পড়ুন ? RBI Action On Bank: নিয়ম না মানলেই বড় অ্যাকশন, এবার আরও এক ব্যাঙ্ক হারালো ব্যাঙ্কিং লাইসেন্স
এই সকল সাধারণ ছুটি বাদে আগস্ট মাসে দেশের সমস্ত জায়গাতেই ব্যাঙ্ক কর্মীদের জন্য তিনটি ছুটি রয়েছে। যে তিনটি ছুটি হলো ১৫ আগস্ট বৃহস্পতিবার, স্বাধীনতা দিবস উপলক্ষে ওই দিনটিতে দেশের সমস্ত অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর দেশের সমস্ত অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৯ আগস্ট সোমবার রাখি বন্ধন উপলক্ষে। দেশের সমস্ত অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকবে ২৬ আগস্ট সোমবার। জন্মাষ্টমী উপলক্ষে ওই দিন দেশের সমস্ত জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
সাধারণ এবং জাতীয় ছুটি বাদে যে সকল আঞ্চলিক ছুটি রয়েছে সেগুলি হল, ৩ আগস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে ত্রিপুরায় কের পুজো উপলক্ষে। সিকিমে ৮ আগস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে টেনডং লো রাম মোটা উৎসব উপলক্ষে। ১৩ আগস্ট মনিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশপ্রেমিক দিবস উপলক্ষে। কেরলে ২০ আগস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে। ছুটির এই সকল দিনগুলি বাদে আগস্ট মাসের অন্যান্য দিনগুলিতে ব্যাঙ্ক খোলা থাকবে।