নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে সরকার এবং প্রতিষ্ঠান প্রতি মাসেই নিয়মে কোন না কোন বদল আনে। ঠিক সেই রকমই আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে নতুন মাস আগস্ট, আর এই নতুন মাসে তিনটি নিয়মে বদল (Upcoming New Rules) আসতে চলেছে। তিনটি নিয়মের মধ্যে দুটি বড় এবং একটি সাধারণ। প্রশ্ন হল এই সকল নিয়মে বদলের ফলে তা কতটা প্রভাব ফেলবে আমজনতার পকেটে?
প্রত্যেক মাসের শুরুতেই দেখা যায় যে সকল নিয়মে বদল আসে তার মধ্যে কখনো ক্রেডিট কার্ড থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কেনাকাটায় বাড়তি চার্জ বসানো হয় অথবা চার্জ সরিয়ে দেওয়া হয়। আবার কোন কোন সময় জিনিসের দাম বাড়ানো হয়, কোন কোন সময় জিনিসের দাম কমানো হয়। ঠিক সেই রকমই যে তিনটি নিয়মে বদল আসছে আগস্ট মাসে চলুন দেখে নেওয়া যাক।
১) আগস্ট মাসে রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে বদল আসবে এমনটাই আশা করা হচ্ছে। কেননা প্রতিমাসের শুরুতেই রান্নার গ্যাসের নতুন দাম ধার্য করা হয়। এক্ষেত্রে আগস্ট মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে বদল আসতে পারে বলেই আশা করা হচ্ছে। যদিও ঘরোয়া রান্নার গ্যাস অর্থাৎ ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আগস্ট মাসেও অপরিবর্তিত থাকবে বলেই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত।
আরও পড়ুন ? One Rupee Lunch: ৫ টাকার মা ক্যান্টিন অতীত! এবার মাত্র ১ টাকায় ভাত, ডিম, মাছ, তরকারি! মিলছে বাংলাতেই
৩) এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড যে সকল গ্রাহকরা ব্যবহার করেন তাদের একটি ক্ষেত্রে এবার বেশি খরচ করতে হবে। অনেক এইচডিএফসি ব্যাংকের গ্রাহক রয়েছেন যারা থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ যেমন ক্রেড, ফ্রিচার্জ, মোবিকুইক ইত্যাদির মাধ্যমে ক্রেডিট কার্ড থেকে ভাড়া দিয়ে থাকেন। এই সকল গ্রাহকদের থেকে এবার এক শতাংশ বাড়তি চার্জ নেওয়া হবে। সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত কাটা হতে পারে। অন্যদিকে ১৫ হাজার টাকার বেশি জ্বালানির বিল মেটানোর ক্ষেত্রে ১% টাকা কাটা হবে। এক্ষেত্রেও সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত কাটা হতে পারে।
৩) গুগল তাদের গুগল ম্যাপের পরিষেবা আগস্ট মাস থেকে ভারতীয়দের জন্য সস্তা করে দিচ্ছে। এবার সংস্থার তরফ থেকে ৭০ শতাংশ চার্জ কমানোর ঘোষণা করেছে। এছাড়াও গুগল ম্যাপ সংক্রান্ত বিভিন্ন পরিসেবা উপভোগ করার পর ভারতীয়দের পেমেন্টের জন্য আর ডলার ব্যবহার করতে হবে না, এবার ভারতীয় রুপি অনুযায়ী পেমেন্ট হবে।