Indian Railways New Plan: আর ট্রেনে থাকবে না ঠেসাঠেসি ভিড়, দুর্দান্ত এক পরিকল্পনার কথা জানালেন রেল মন্ত্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় ২ কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা রেল পরিষেবার উপর ভর করে যাতায়াত করে থাকেন। তবে বিপুল সংখ্যক এই যাত্রীদের মধ্যে বড় অংশ ট্রেনের বিভিন্ন পরিষেবার দিকে অভিযোগের আঙুল তোলেন। সেই সকল অভিযোগের মধ্যে অন্যতম একটি অভিযোগ হল ঠেসাঠেসি ভিড়। তবে এমনটা আর থাকবে না, কেননা ভারতীয় রেল (Indian Railways) নতুন পদক্ষেপ নিচ্ছে এবং সেই পদক্ষেপ বা পরিকল্পনার (Indian Railways New Plan) কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Advertisements

সাম্প্রতিককালের দিকে লক্ষ্য করলে দেখা যাবে, দেশে যে সকল ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে সেই সকল ট্রেনের যাত্রী সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। যাত্রীসংখ্যা অনেক বেড়ে যাওয়ার কারণে একদিকে যেমন টিকিটের ক্রাইসিস চলছে, ঠিক সেই রকমই আবার জেনারেল কোচগুলিতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। উপচে পড়া ভিড় থেকে বাঁচতে অনেকেই আবার জেনারেল টিকিট নিয়ে সংরক্ষিত কামরায় উঠে পড়ছেন।

Advertisements

এমন ঘটনা নিয়ে যাত্রীদের বড় অংশ বারবার অভিযোগ করছেন, এসি কোচ বেসি চালিয়ে সাধারণ কোচের সংখ্যা কমিয়ে দেওয়ার ফলেই এমন সমস্যা তৈরি হচ্ছে। এই অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঠিক কতগুলি এসি কোচ এবং কতগুলি নন এসি কোচ থাকছে তার হিসেব দিয়েছেন। এমন হিসাব দিয়েছেন মূলত কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে।

Advertisements

আরও পড়ুন ? Howrah Station New Initiative: হাওড়া স্টেশন নিয়ে পূর্ব রেলের নতুন উদ্যোগ, জানলে আপনিও বাহবা না দিয়ে থাকতে পারবেন না

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২২ কোচের যে সকল ট্রেন রয়েছে সেই সকল প্রত্যেক ট্রেনে ১২টি নন এসি জেনারেল কোচ ও স্লিপার কোচ বসানো হচ্ছে। ওই সকল ট্রেনের আটটি এসি কোচ বসানো হচ্ছে। এছাড়াও তিনি জানিয়েছেন, দেশের বর্তমানে যত কোচ রয়েছে তার দুই তৃতীয়াংশ কোচই হল নন এসি এবং এক-তৃতীয়াংশ কোচ হল এসি। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি আগামী দিনে যাতে এমন ঘটনা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় তার জন্য বড় পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চলতি বছর ১০০০০ জেনারেল কোচ তৈরি করা হয়েছে। যেগুলির মধ্যে রয়েছে নন এসি স্লিপার কোচও। এছাড়াও উৎসব, ছুটি এবং অন্যান্য মরশুমে যখন যাত্রী চাহিদা বেড়ে যাবে তখন রেলের তরফ থেকে চাহিদার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানো হবে। এমন বিশেষ ট্রেন অবশ্য আগামী দিনেই চালানো হবে তা নয়, দীর্ঘদিন ধরেই রেল পরিকল্পনা করে চাহিদা অনুযায়ী ট্রেন চালিয়ে থাকে। মোটের উপর রেল মন্ত্রীর দাবি অনুযায়ী একদিকে যেমন সাধারণ কোচের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে ঠিক সেই রকমই চাহিদা অনুযায়ী বিশেষ ট্রেনের বন্দোবস্তও জারি থাকবে।

Advertisements