WB Vande Bharat Sleeper: আসছে বাংলার প্রথম বন্দে ভারত স্লিপার, জানা গেল চলবে কোন রুটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) যুগান্তকারী যে সকল পদক্ষেপ রয়েছে তার মধ্যে অন্যতম হলো বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হল ভারতের নিজস্ব প্রযুক্তির প্রথম সেমি হাই স্পিড ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেসের এখনো পর্যন্ত যতগুলি সংস্করণ এসেছে তার কোনটিতেই কিন্তু স্লিপার ক্লাস নেই। তবে এবার সেই স্লিপার ক্লাস ট্রেন (Vande Bharat Sleeper) বছর ঘোরার আগেই আসতে চলেছে, সবচেয়ে বড় বিষয় হলো, আসতে চলেছে বাংলার প্রথম বন্দে ভারত স্লিপার (WB Vande Bharat Sleeper)।

Advertisements

ভারতীয় রেল এখনো পর্যন্ত বন্দে ভারত স্লিপার কোন রুটেই চালু না করার কারণে কোন রুট প্রথম এমন ট্রেন পাবে তা নিয়ে নানান জল্পনা রয়েছে। তবে এসবের মধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশ্বাস দিয়ে জানিয়েছেন, বছর ঘোরার আগেই ঘুরবে বন্দে ভারত স্লিপারের চাকা। পাশাপাশি রেলমন্ত্রীর আশ্বাস থেকেই জানা যাচ্ছে, বাংলা খুব তাড়াতাড়ি পাবে একটি বন্দে ভারত স্লিপার। বাংলার প্রথম বন্দে ভারত স্লিপার কোন রুটে চলবে?

Advertisements

বাংলায় যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি চলবে সেই ট্রেনটি পাবে উত্তরবঙ্গ। যা জানা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ তিনটি রাজ্যকে জুড়বে এই ট্রেনটি। সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন চালু হবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি ও আগরতলার মধ্যে যাতায়াত করবে। নতুন এই ট্রেনটি চালু করার জন্য রেলের তরফ থেকে ওই এলাকায় ট্র্যাকের আধুনিকীকরণ এবং অসমের পার্বত্য এলাকায় বৈদ্যুতিকরণের কাজ দ্রুততার সঙ্গে চালানো হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Mobile Recharge: মোবাইল রিচার্জের খরচ কমাতে এবার আসরে নামলো TRAI, নেওয়া হলো নতুন পদক্ষেপ

রেলের তরফ থেকে সেমি হাই স্পিড ট্রেনটি চালানোর জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, অসমের পার্বত্য এলাকায় কোন কোন জায়গায় এখনো বৈদ্যুতিকরণের কাজ বাকি রয়েছে, সেমি হাই স্পিড ট্রেন চালানোর জন্য কোন কোন এলাকায় ট্র্যাকের আধুনিকীকরণ এখনো হয়নি ইত্যাদি। এছাড়াও এই রুটে কটি ট্রেন চলে এবং তাদের চাহিদা কেমন সেই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বর্তমানে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হয়। যাদের মধ্যে একটি হলো হাওড়া এবং অন্য দুটি হল পাটনা ও গুয়াহাটি। এবার এই স্টেশনে যুক্ত হতে চলেছে আরও একটি বন্দে ভারত এবং সেই বন্দে ভারত হতে চলেছে বাংলার প্রথম বন্দে ভারত স্লিপার। এমনিতে নিউ জলপাইগুড়ি থেকে ত্রিপুরার আগরতলা পর্যন্ত রেলপথের দূরত্ব হলো ৯৯৪ কিলোমিটার। যা যেতে সময় লাগে প্রায় ২২ ঘন্টা। এক্ষেত্রে বন্দে ভারত ট্রেন চালু হলে সময় অনেকটা কমে যাবে বলেই আশা করা হচ্ছে।

Advertisements