Salary Hiked WB Govt Employees: বাড়িয়ে দেওয়া হল ১১০০ টাকা ভাতা, পাবেন একশ্রেণীর রাজ্য সরকারি কর্মচারীরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে সকল দাবি-দাওয়া রয়েছে তার মধ্যে অন্যতম হলো DA। মাসের পর মাস ধরে কেন্দ্রীয় হারে DA আদায়ের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশ আন্দোলন চালাচ্ছেন। তবে সরকারি কর্মচারীদের সেই সকল দাবি দাওয়া এখনো পূরণ হয়নি। এসবের মধ্যেই একশ্রেণীর রাজ্য সরকারি কর্মচারীরা সুখবর পেলেন, কেননা রাজ্য সরকার তাদের বেতন (Salary Hiked WB Govt Employees) ১১০০ টাকা করে বাড়িয়ে দিল।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে শ্রেণীর কর্মচারীদের ১১০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে তাদের কাছে রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত বড়ই সুখবর। কেননা যেদিন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই দিন থেকে বর্ধিত বেতন লাগু না হয়ে লাগু করা হয়েছে ১ এপ্রিল থেকে। অর্থাৎ তারা নতুন আর্থিক বছরের ভিত্তিতে এমন বাড়তি সুবিধা পাবেন।

Advertisements

গত ১৮ জুলাই রাজ্য সরকার ওই সকল রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনির্ভর নিয়োগ দপ্তরের তরফ থেকে। রাজ্য সরকারের ওই দপ্তরের যে সকল সুপারভাইজার রয়েছেন তাদের জন্য এমন বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের জন্য এবার টিএ হিসাবে ১১০০ টাকা পর্যন্ত বাড়তি দেওয়া হবে।

Advertisements

আরও পড়ুন ? Income Tax Return Penalty: সময়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হচ্ছে না, দিতে হবে এত এত টাকা জরিমানা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠী ও স্বনির্ভর নিয়োগ দপ্তরের যে সকল চুক্তিভিত্তিক সুপারভাইজাররা রয়েছেন তাদের বেতন এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে বেশ কিছু স্ল্যাব করে বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যেমন যে সকল সুপারভাইজাররা পাঁচ বছরের কম কাজ করছেন তাদের বার্ষিক ৬০০ টাকা বৃদ্ধি করে করা হয়েছে ১৭ হাজার টাকা। যারা ৫ বছরের বেশি কাজ করছেন তাদের বার্ষিক ভাতা ৭০০ টাকা বৃদ্ধি করে করা হয়েছে ২১ হাজার টাকা।

যে সকল সুপারভাইজাররা ১০ বছরের বেশি কাজ করছেন তাদের বার্ষিক ভাতা ৮০০ টাকা বৃদ্ধি করে করা হয়েছে ২৬ হাজার টাকা। যে সকল সুপারভাইজাররা ১৫ বছরের বেশি কাজ করছেন তাদের ১০০০ টাকা বৃদ্ধি করে করা হয়েছে ৩২ হাজার টাকা। যারা ২০ বছরের বেশি কাজ করছেন তাদের বার্ষিক ভাতা ১১০০ টাকা বৃদ্ধি করে করা হয়েছে ৩৯ হাজার টাকা।

Advertisements