নিজস্ব প্রতিবেদন : লক্ষ লক্ষ কোটি টাকার মালিক মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে দেখেছে গোটা বিশ্ব। অনন্ত রাধিকার বিয়েতে আম্বানি পরিবার হাজার হাজার কোটি টাকা খরচ করে একের পর এক অনুষ্ঠান করেছে। বিয়ের আগে প্রাক বিয়ের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান এবং বিয়ের পর বিয়ে পরবর্তী অনুষ্ঠান সবই হয়েছে। কিন্তু প্রশ্ন হল হানিমুন কোথায় হতে চলেছে অনন্ত-রাধিকার?
প্রায় তিন মাস ধরে অনন্ত রাধিকার বিয়ের নানান ধরনের অনুষ্ঠান হয়েছে। বিয়ের আগে প্রি ওয়েডিং অনুষ্ঠান থেকে শুরু হয়েছে হাজার হাজার কোটি টাকার খরচের বহর। এরপর জুলাই মাসে দুজনের বিয়ে হয়। দুজনের বিয়ের পর আবার সম্প্রতি লন্ডনে বিবাহ পরবর্তী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আর এসবের পর এখন অনন্ত ও রাধিকা পৌঁছে গিয়েছেন প্যারিস অলিম্পিক্সে (Ambani In Paris Olympics)।
সদ্য শুরু হওয়া প্যারিসের মাটিতে অলিম্পিক্সের আনন্দ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ক্রীড়া প্রেমীদের ভিড় জমেছে। পদক জয়কে ঘিরে বিভিন্ন দেশের সমর্থকদের মধ্যে নানান উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এসবের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা গেল, অলিম্পিক্স উপভোগ করছেন সদ্য গাঁট ছড়া বাঁধা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তবে বিয়ের পর তারা যে কেবল দুজন অলিম্পিক্স উপভোগ করতে গিয়েছেন এমন নয়, সঙ্গে রয়েছেন বাবা মুকেশ আম্বানি এবং দিদি ইশা আম্বানি।
আরও পড়ুন ? Gold Price Dropped: সোনার দামের ধসে চোখে জল, লক্ষ লক্ষ কোটির সম্পদ হারালেন ভারতীয়রা
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে এবং সেই সকল ছবিতে দেখা যাচ্ছে, অলিম্পিক্স দেখার জন্য স্টেডিয়ামে একসঙ্গে বসে রয়েছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তাদের ঠিক সামনের সারিতে থাকা চেয়ারে একসঙ্গে বসে রয়েছেন মুকেশ আম্বানি ও তার মেয়ে ইশা আম্বানি। ওই ছবিতেই ধরা পড়েছে অনন্ত ও রাধিকার কাছাকাছি আসার মুহূর্ত, অন্যদিকে কি যেন ভাবছেন ইশা আম্বানি। আবার মুকেশ আম্বানি নিজের মোবাইল নিয়ে একটু ব্যস্ত রয়েছেন।
বিয়ের পর অনন্ত ও রাধিকার হানিমুন কোথায় হবে তা নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে নানান কৌতুহল সেই সময় প্যারিসের অলিম্পিক্সের স্টেডিয়ামে দুজনকে দেখে অনেকের মধ্যেই প্রশ্ন উঠছে তাহলে কি প্যারিসেই দুজনে হানিমুন সেরে ফেলবেন? আবার সঙ্গে দিদি ও বাবাকে দেখে হানিমুনের বিষয়টি অনেকে উড়িয়ে দিয়েছেন। নেহাতই তারা অলিম্পিক্স উপভোগ করতে গিয়েছেন বলেই দাবি করছেন অনেকে। কেননা মুকেশ আম্বানি কেবল একজন ধনকুবের শিল্পপতি নন, এর পাশাপাশি তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য।