নিজস্ব প্রতিবেদন : দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় এমন সব মানুষ রয়েছেন যারা দিন আনা দিন খাওয়া মানুষ। যাদের একদিনের রোজগারের উপরেই চলে একদিনের সংসার। এই সকল মানুষগুলি কোন কারণবশত অসুস্থ হয়ে পড়লে অথবা শরীরে দুরারোগ্য কোন রোগ বাসা বাঁধলে তাদের পরিস্থিতি দুর্বিষহ হয়ে দাঁড়ায়। এমন দুর্বিষহ পরিস্থিতি থেকে রক্ষা করতে ভারত সেবাশ্রমের (Bharat Sevashram Hospital) তরফ থেকে মাত্র ১০০ টাকা খরচে চিকিৎসার বন্দোবস্ত শুরু করা হলো।
রাজ্যের খেটে খাওয়া ও নিম্নবিত্ত মানুষদের জন্য সরকারি হাসপাতাল থাকলেও বিভিন্ন সময় সরকারি হাসপাতালে অনেক পরিষেবা পাওয়া যায় না। এছাড়াও সরকারি হাসপাতাল নিয়ে আমজনতার মধ্যে ক্ষোভের শেষ নেই। সেই জায়গায় যাদের হাতে টাকা পয়সা রয়েছে তারা বেসরকারি হাসপাতালে ছোটেন, কিন্তু যাদের হাতে নেই তাদের জন্য মাত্র ১০০ টাকার বিনিময়ে চিকিৎসা পাওয়ার জন্য ঝাঁ চকচকে, নামিদামি ডাক্তারদের নিয়ে হাসপাতাল শুরু করেছে ভারত সেবাশ্রম (Bharat Sevashram Hospital)। ভারত সেবাশ্রমের এমন হাসপাতাল রয়েছে জোকায়। চলুন দেখে নেওয়া যাক ওই হাসপাতালে কি কি চিকিৎসা পাওয়া যেতে পারে।
এখানে চিকিৎসা পাওয়া যায় সাধারণ ঔষুধ, সাধারণ শল্য চিকিৎসা, অর্থোপেডিকস, প্লাস্টিক সার্জারি, চক্ষু চিকিৎসা, এনটি, গাইনি ও প্রসূতি চিকিৎসা, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি, শারীরিক ওষুধ, বুকের ওষুধ, অনকোলজি, ইউরোলজি, নেফ্রোলজি, পেডিয়াট্রিক্স, চর্মরোগ চিকিৎসা, মনোরোগ চিকিৎসা, ডেন্টাল, গ্যাস্ট্রো এন্ট্রোলজি সহ বিভিন্ন রোগের।
আরও পড়ুন ? Ambani In Paris Olympics: বিয়ের পর হানিমুন কোথায়? অনন্ত-রাধিকা এখন বাবা-দিদির সঙ্গে অলিম্পিক্সে
জোকার ভারত সেবাশ্রমের এই হাসপাতালটির ঠিকানা হলো ডায়মন্ড হারবার রোড, জোকা, পিও – পাইলান, কলকাতা ৭০০১০৪। 24×7 জরুরী হেল্পলাইন +৯১৯০৭৩৩৬৮৫৫০। ইমেইল: bsshos@gmail.com। সকাল ৮ টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টে পর্যন্ত ওপিডি খোলা থাকে। যে সময়ের মধ্যে যে কেউ এসে ওপিডিতে নিজেদের চিকিৎসা করাতে পারে। ওপিডিতে চিকিৎসা করানোর পর যদি ভর্তি হওয়া অথবা অন্য কোন চিকিৎসার প্রয়োজন থাকে তাহলে সেখানেই পরামর্শ দেওয়া হয়।
কোন কোন ডাক্তার এখানে চিকিৎসা দিয়ে থাকেন? এই হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসক হিসাবে পাওয়া যাবে ডক্টর অয়ন রায়কে। এছাড়াও রয়েছেন ডক্টর অশোক রায়, ডক্টর অনুপম দাস। চোখের চিকিৎসার জন্য যারা পরিষেবা দেন তারা হলেন ডক্টর এআর ব্যানার্জি, ডক্টর কিংশুকব্রত হালদার। গাইনি ও প্রসূতি চিকিৎসার জন্য পরিসেবা দেন ডক্টর নন্দিতা বাগচী, ডক্টর তন্দ্রা মুখার্জি, ডক্টর অনুরাধা ধর। নিউরো মেডিসিন চিকিৎসা দিয়ে থাকেন ডক্টর চেতন সেন চ্যাটার্জী। অনকোলজির চিকিৎসা দেন ডক্টর কেতকী মৈত্র। কার্ডিওলজির চিকিৎসা দিয়ে থাকেন ডক্টর প্রলয়েস চ্যাটার্জি। এছাড়াও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের চিকিৎসার জন্য প্রচুর বিখ্যাত বিখ্যাত চিকিৎসকরা রয়েছেন।