নিজস্ব প্রতিবেদন : দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল জিওর মতই জুলাই মাসের তিন তারিখ থেকে তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছে। সংস্থার তরফ থেকে এমন দাম বৃদ্ধি করার পর গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ, অনেকেই রয়েছেন যারা এয়ারটেল ছেড়ে অন্য কোন নেটওয়ার্কে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে এমন মুহূর্তেই ভোল বদলে আচমকা ভালো ছেলে হয়ে গেল এয়ারটেল। কেননা তারা এবার ফ্রিতে ডেটা, কল ও এসএমএস (Airtel Free Recharge Offer) দেওয়ার ঘোষণা করলো।
কোনরকম রিচার্জ ছাড়াই ফ্রি কল, ডেটা ও এসএমএস! বিষয়টি অনেকের কাছে বিশ্বাস না হলেও কিন্তু Airtel সম্প্রতি এমনি ঘোষণা করেছে। তাদের এমন ঘোষণা কেবল সংস্থার প্রচার বা নাম কামানোর জন্য নয়, বরং ঘোষণা বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই। যে কারণে এই সংস্থার এই উদ্যোগ ছোট হলেও মহৎ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আমরা প্রত্যেকেই জানি, কেরলের ওয়ানাড়ে এখন ভূমিধসে বিপর্যস্ত। সেখানে ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ৩০০। বহু মানুষ রয়েছেন যারা ওই ভূমিধসে মাটি, কাদা, জলে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। এমনকি ভূমিধসের পর প্রবল বৃষ্টিতে উদ্ধারকার্য চালানোর ক্ষেত্রেও নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর পাশাপাশি বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে কেরলের মুখ্যমন্ত্রী ঘোষণা করেই দিয়েছেন, ভূমিধসের কবলে পড়া আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই।
আরও পড়ুন ? Malda-Digha-Malda Special Train: চালু হল দীঘা যাওয়ার আরো একটি স্পেশাল ট্রেন, ভাড়াও অনেক কম
এয়ারটেল এবার এই বিপর্যস্ত কেরলের মানুষদের পাশে দাঁড়াতেই ফ্রি রিচার্জের ঘোষণা করল। এয়ারটেলের ঘোষণা অনুযায়ী এমন বিপর্যয়ের সময়ে ওয়ানাড়ের যে সকল এয়ারটেল ব্যবহারকারীদের রিচার্জ শেষ হয়ে গিয়েছে এবং তারা রিচার্জ করার মত পরিস্থিতিতে নেই অথবা করতে পারছেন না তাদের প্রতিদিন ১ জিবি করে ডেটা, আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস দেওয়া হবে। এর জন্য কোন টাকা দিতে হবে না গ্রাহকদের।
কেরলের ওয়ানারের যে সকল প্রিপেড এয়ারটেল গ্রাহকরা রয়েছেন, যাদের প্ল্যান শেষ হয়ে যাওয়ার পর এমন সুযোগ পাবেন তিন দিনের জন্য। অন্যদিকে যে সকল পোস্টপেইড গ্রাহকরা রয়েছেন তারাও তাদের বিল মেটানোর জন্য বাড়তি সময় পাবেন। পোস্টপেইড গ্রাহকরা বিল মেটানোর জন্য একমাস বাড়তি সময় পাবেন। এই সময়সীমার মধ্যে পরিষেবা ব্যাহত হবে না। এছাড়াও ওই এলাকায় তাদের যে ৫২টি রিটেল স্টোর রয়েছে সেগুলিকে ত্রাণ বিতরণ কেন্দ্রে পরিণত করা হয়েছে।