Ration Items WB: আগস্টে রেশনে মিলবে বাড়তি সামগ্রী, কোন কার্ডে কত? দেখে নেওয়া যাক

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেশন ব্যবস্থার মধ্য দিয়ে উপভোক্তাদের প্রতি মাসে খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে। দেশের অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও প্রতিমাসে এখন বিনামূল্যে খাদ্য সামগ্রী (Ration Items WB) দেওয়া হচ্ছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে আগস্ট মাসে কিছু কিছু ক্ষেত্রে রেশনে বাড়তি খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কার্ডে আগস্ট মাসে কত পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যাবে?

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রেশন কার্ডের ক্যাটাগরি ছাড়াও এলাকার পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রকল্প চালু রয়েছে। যেমন জঙ্গলমহল, সিঙ্গুর, চা বাগান, আয়লা বিধ্বস্ত এলাকা ইত্যাদি। মূলত রাজ্য সরকারের তরফ থেকে ওই সকল এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই সকল স্পেশাল প্যাকেজ চালু করেছে। এবার আগস্ট মাসে এই সকল বেশ কিছু প্যাকেজের আওতাতেই বাড়তি খাদ্য সামগ্রী দেওয়া হবে রেশনে। এছাড়াও আপনি আগস্ট মাসে কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তা আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠিয়ে দেবে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর।

Advertisements

AAY Ration Card: AAY Ration Card রয়েছে এমন উপভোক্তারা প্রতিমাসেই সবচেয়ে বেশি বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। এই রেশন কার্ড যে সকল প্রবক্তাদের কাছে রয়েছে তারা আগস্ট মাসে ২১ কেজি চাল, ১৪ কেজি গম অথবা ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বিনামূল্যে পাবেন। এছাড়াও এক কেজি চিনি দেওয়া হবে, চিনির দাম কত নেওয়া হবে তা দোকানে জানিয়ে দেওয়া হবে।

Advertisements

আরও পড়ুন ? পোকামাকড় বাড়ছে বর্ষায়? রেহাই পান সহজ উপায়ে

PHH ও SPHH Ration Card: যাদের কাছে এই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তারা আগস্ট মাসে মাথাপিছু ৩ কেজি করে চাল, ২ কেজি গম অথবা ১ কেজি ৯০০ গ্রাম আটা বিনামূল্যে পাবেন। আটার পরিবর্তে চালু দেওয়া হতে পারে অথবা নেওয়া যেতে পারে।

RKSY I ও RKSY II Ration Card: যে সকল উপভোক্তাদের কাছে RKSY I রেশন কার্ড রয়েছে তারা আগস্ট মাসে মাথাপিছু ৫ কেজি করে চাল বিনামূল্যে পাবেন। অন্যদিকে যাদের কাছে RKSY II রেশন কার্ড রয়েছে, তারা আগস্ট মাসে মাথাপিছু ২ কেজি করে চাল পাবেন বিনামূল্যে।

Advertisements