Yatri Sathi App Cab: পকেট থেকে খসবে বাড়তি ৭০ টাকা, আর সস্তা রইল না যাত্রী সাথী ক্যাব

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ওলা, উবার সহ এই ধরনের যে সকল অ্যাপ ক্যাব বুকিং অ্যাপ রয়েছে, তাদের মতোই পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তর নিয়ে এসেছে যাত্রীসাথী ক্যাব বুকিং অ্যাপ (Yatri Sathi App Cab)। বেসরকারি সংস্থাগুলির সঙ্গে টেক্কা দিয়ে এই অ্যাপটি দিন দিন জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে। বেসরকারি সংস্থাগুলির অ্যাপের তুলনায় যাত্রী-সাথী অ্যাপের মাধ্যমে ক্যাব বুকিংয়ের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। মূলত অন্যান্যদের থেকে সস্তায় পাওয়া যায় পরিষেবা। তবে এবার আর সস্তা রইলো না, কেননা এবার আগের তুলনায় বাড়তি ৭০ টাকা খসবে যাত্রীদের পকেট থেকে।

Advertisements

বেসরকারি যে সকল অ্যাপ রয়েছে কমিশন ভিত্তিক। চালকরা বেসরকারি ওই সকল অ্যাপের মাধ্যমে বুকিং পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের সংস্থাকে কমিশন দিতে হয়। কিন্তু যাত্রী সাথী অ্যাপের ক্ষেত্রে কোনো রকম কমিশন না থাকার কারণে চালকরা সরাসরি ভাড়া পেয়ে যান। এছাড়াও কমিশন না থাকার কারণে একদিকে যেমন চালকদের লাভের অংক বেশি থাকে, ঠিক সেই রকমই আবার যাত্রীদেরও খরচ কম হয়।

Advertisements

তবে এবার কলকাতা বিমানবন্দর থেকে যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে এসি ক্যাব বুকিং করলে যাত্রীদের অতিরিক্ত ৭০ টাকা দিতে হবে। অর্থাৎ এবার কলকাতা বিমানবন্দর থেকে যদি কোন যাত্রীর তার গন্তব্যে যাওয়ার জন্য আগে যা ভাড়া লাগতো এবার তার থেকে ৭০ টাকা বেশি ভাড়া দিতে হবে। ২ আগস্ট অর্থাৎ শুক্রবার থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে। তবে প্রশ্ন হল কেন হঠাৎ করে এই নিয়ম চালু করা হলো?

Advertisements

আরও পড়ুন ? Cooking Gas: জলের দরে রান্নার গ্যাস দেবে রাজ্য সরকার, নবান্নে হয়ে গেল বৈঠক

এমন সিদ্ধান্তের পিছনে রয়েছে গত ২৫ জুলাইয়ের একটি বৈঠক। গত ২৫ জুলাই বিমানবন্দর কর্তৃপক্ষ, পার্কিং এজেন্সি, বিধান নগর পুলিশ এবং যাত্রীসাথী অ্যাপের ক্ষেত্রে যে সফটওয়্যার সহযোগী সংস্থা রয়েছে তাদের মধ্যে এই বৈঠক হয়। যে বৈঠকে সিদ্ধান্ত হয়, ২ আগস্ট শুক্রবার থেকে কলকাতা বিমানবন্দরে যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে এসি ক্যাব বুকিং করার ক্ষেত্রে ৭০ টাকা করে বাড়তি নেওয়া হবে। এই চার্জ নেওয়া হবে মূলত পার্কিং ফি হিসাবে।

অন্যান্য যে সকল সংস্থা রয়েছে সেই সকল সংস্থা কলকাতা বিমানবন্দর থেকে ক্যাব বুকিং করলে পার্কিং ফি হিসাবে বাড়তি ১০০ টাকা নিয়ে থাকে। সেই জায়গায় যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে এসি ক্যাব বুকিং করার ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ ৭০ টাকা নেবে। তবে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে যদি হলুদ ট্যাক্সি অর্থাৎ নন এসি ক্যাব বুকিং করা হয় তাহলে এই ফি নেওয়া হবে না।

Advertisements