Weather Update: ফুঁসছে নিম্নচাপ, জলে ভাসবে দক্ষিণবঙ্গ, ভয়ের কথা শোনালো আবহাওয়া দপ্তর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জুলাই মাস পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকলেও আগস্টের শুরুতেই সেই ঘাটতি যেন ধীরে ধীরে মিটে যাচ্ছে। অন্ততপক্ষে আগস্টের শুরুতেই যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে এমন পরিস্থিতি চললে বৃষ্টির ঘাটতি থাকবে না বলেই আশা করা হচ্ছে। তবে আবার অতিরিক্ত বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হওয়ার মতো ভয়ের পরিস্থিতিও তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গের পাশাপাশি গোটা রাজ্যেই চলবে বৃষ্টি।

Advertisements

দক্ষিণবঙ্গে জুলাই মাস পর্যন্ত সেই ভাবে বৃষ্টির দেখা না মিললেও এবার মূলত নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকেই অতিবৃষ্টি শুরু হয়েছে। জানা যাচ্ছে, ঘূর্ণাবর্ত্য থেকে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপই এখন বৃষ্টি হয়ে নেমে আসছে। ইতিমধ্যেই শুক্রবার পর্যন্ত যে অতি ভারী বৃষ্টি হয়েছে তার ফলে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বেশ কিছু জায়গা জলের তলায় চলে গিয়েছে, বেশ কিছু সড়কের উপর দিয়ে জল বইছে।

Advertisements

তবে শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা অনুকূল হওয়ার কারণে পরিস্থিতি এখন স্বাভাবিক। কিন্তু আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে তাতে এখনই বৃষ্টি থেকে রেহাই মিলবে না। এদিকে নিম্নচাপের বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে প্লাবিত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও নদীয়ার মত জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি শনিবারও বৃষ্টি জারি থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Yatri Sathi App Cab: পকেট থেকে খসবে বাড়তি ৭০ টাকা, আর সস্তা রইল না যাত্রী সাথী ক্যাব

আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর নিম্নচাপ অবস্থান করার ফলে শনিবার রাজ্যের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খন্ড এলাকার উপর থাকা নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। যদিও শুক্রবারের মতো বৃষ্টি হয়তো দেখা যাবে না।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন রাজ্যের সমস্ত জেলাতেই বৃষ্টি বজায় থাকার পাশাপাশি দক্ষিণবঙ্গে ফের ৮ আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। এসবের কারণে কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে যাওয়া থেকে শুরু করে নিচু যে সকল এলাকায় রয়েছে সেই সকল এলাকায় জল জমার মতো সর্তকতা জারি করা হয়েছে। প্রশাসনিকভাবে ও এই সকল ক্ষেত্রে নজরদারি চালানো হচ্ছে।

Advertisements