নিজস্ব প্রতিবেদন : টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসাবে নতুন সফর শুরু করেছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কা ট্যুরের মধ্য দিয়ে তার এই নতুন সফর শুরু হয়েছে। নতুন সফরের শুরুটা বেশ ভালই ছিল, কেননা টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ তে হারিয়ে সিরিজ জিতেছে। তবে গৌতম গম্ভীরের নতুন এই সফরেই ফের একবার ১২ বছর আগের আন্তর্জাতিক এক দিবসীয় ক্রিকেটে ঘটাল টিম ইন্ডিয়া।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে সক্ষম হলেও এক দিবসীয় ক্রিকেটের প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়ার সেই জয়ের রথ থেমে যায়। টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিবসীয় সিরিজের প্রথম ম্যাচে না হারলেও জয় পায়নি অর্থাৎ ম্যাচ টাই হয়। আর এই ম্যাচটাই হতেই ১২ বছর আগের স্মৃতি ফিরে এলো।
শুক্রবার শ্রীলঙ্কা ও টিম ইন্ডিয়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হলে টানটান উত্তেজনার ম্যাচ হয়। কখনো শ্রীলঙ্কা, তো আবার কখনো টিম ইন্ডিয়া ম্যাচে নিজেদের জায়গা করে। তবে শেষমেশ এই ম্যাচ কেউই জয় করতে সক্ষম হয়নি। ম্যাচ টাই হয়ে যায়। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৩৮ রান তোলে। অল্প এই রান তুলতেই রীতিমতো হিমশিম খেতে হয় টিম ইন্ডিয়াকে এবং শেষমেশ ৪৭.৫ ওভারে সব উইকেট খুলে ২৩৮ রান তুলে ম্যাচ টাই করে।
আরও পড়ুন ? Yatri Sathi App Cab: পকেট থেকে খসবে বাড়তি ৭০ টাকা, আর সস্তা রইল না যাত্রী সাথী ক্যাব
এক দিবসীয় ক্রিকেটে ভারত ও শ্রীলংকার যে সকল ম্যাচ হয়েছে তার মধ্যে এই নিয়ে দ্বিতীয় বারের টাই হল। এর আগে ১২ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুই দেশের খেলা টাই হয়েছিল। ২০১২ সালে প্রথম এমন ঘটনা ঘটেছিল। সেবার অ্যাডিলেড ওভালে সিবি সিরিজে ভারত ও শ্রীলংকার মধ্যে আয়োজিত ম্যাচ টাই হয়েছিল। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ২০২৪ সালের ২ আগস্ট কলম্বোতে।
শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের এক দিবসীয় সিরিজের প্রথম ম্যাচটি টাই হয়ে যাওয়ার ফলে এখন দুটি দলকেই সিরিজ জিততে হলে পরপর দুটি ম্যাচে জয়লাভ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই টিম ইন্ডিয়া অনেকটা এগিয়ে থাকলেও নিজেদের দেশের মাটিতে যেকোনো সময় অ্যাডভান্টেজ পেতে পারে শ্রীলংকা। যে কারণে তিনি ইন্ডিয়াকে এক দিবসীয় ক্রিকেটের সিরিজ জিততে হলে কোনভাবেই প্রতিপক্ষকে দুর্বল ভাবলে হবে না।