Jio Recharge Plans: নাম হারিয়ে নাম ফিরে পাওয়ার চেষ্টা, ৩০০ টাকার নিচে ৩টি রিচার্জ প্ল্যান আনল Jio

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থার প্রতি এখন গ্রাহকরা অনেকটাই ক্ষুব্ধ। কেননা জনপ্রিয় এই টেলিকম সংস্থাটি জুলাই মাস থেকে তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম ১২.৫% থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি করেছে। স্বাভাবিকভাবেই সস্তায় উন্নতমানের টেলিকম সংস্থা হিসেবে জিও (Jio) নাম করলেও এখন নাম হারাচ্ছে। তবে এমন পরিস্থিতিতে হারানো নাম ফিরে পেতে তারা ৩টি রিচার্জ প্ল্যান (Jio Recharge Plans) আনলো ৩০০ টাকার মধ্যে।

Advertisements

৩০০ টাকার মধ্যে জিওর বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান থাকলেও বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের যেসব চাহিদা অর্থাৎ আনলিমিটেড কল, ডেটা, এসএমএস এসব সবকিছুই রয়েছে ওই তিনটি রিচার্জ প্ল্যানে। এছাড়াও এই তিনটি রিচার্জ প্ল্যান দেশের অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানগুলির থেকে সস্তা। তাহলে চলুন দেখে নেওয়া যাক ওই তিনটি রিচার্জ প্ল্যান কি কি?

Advertisements

২৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা মোট ৪২ জিবি হাইস্পিড ডেটা পাবেন। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। ৪২ জিবি ডেটা দেওয়া হবে প্রতিদিন ১.৫ জিবি হিসাবে। এছাড়াও এর সঙ্গে গ্রাহকরা পাবেন জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন। এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন। এতে কোন 5G সুবিধা নেই। আগে এই রিচার্জ প্ল্যানটির জন্য গ্রাহকদের খরচ করতে হতো ২৩৯ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Digha Double Decker Bus: বিদেশের ধাঁচে বাসের ছাদে বসে হবে ভ্রমণ, দীঘায় এলো প্রথম ডাবল ডেকার বাস

২৩৯ টাকা : এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা মোট ৩৩ জিবি হাইস্পিড ডেটা পাবেন। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। ৩৩ জিবি ডেটা দেওয়া হবে প্রতিদিন ১.৫ জিবি হিসাবে। এছাড়াও এর সঙ্গে গ্রাহকরা পাবেন জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন। এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ২২ দিনের ভ্যালিডিটি পাবেন। এতে কোন 5G সুবিধা নেই। এই টাকায় আগে ২৮ দিন ভ্যালিডিটি পাওয়া যেত।

১৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা মোট ২৭ জিবি হাইস্পিড ডেটা পাবেন। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। ২৭ জিবি ডেটা দেওয়া হবে প্রতিদিন ১.৫ জিবি হিসাবে। এছাড়াও এর সঙ্গে গ্রাহকরা পাবেন জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন। এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ১৮ দিনের ভ্যালিডিটি পাবেন। এতে কোন 5G সুবিধা নেই। একসময় জিও গ্রাহকরা ১৯৯ টাকা রিচার্জ করলে এই একই সুবিধা পেতেন এবং ২৮ দিন ভ্যালিডিটি পাওয়া যেত। তবে ধীরে ধীরে তা কমতে কমতে এখন ১৮ দিনে এসে নেমেছে। যদিও সংস্থার তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে, তাদের থেকে সস্তায় পরিষেবা দেওয়ার মতো অন্য কোন বেসরকারি টেলিকম সংস্থা নেই।

Advertisements