নিজস্ব প্রতিবেদন : সবচেয়ে কম খরচ এবং স্বাচ্ছন্দের সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের সুযোগ থাকার কারণে রেল পরিষেবা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দিন দিন জনপ্রিয় হয়ে ওঠার রেল পরিষেবাকে দেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য রেলের তরফ থেকেও নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এসবের মধ্যেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলার বুকে নতুন একটি রেললাইন (WB New Train Line) নিয়ে সুখবর দিল পূর্ব রেল (Eastern Railway)।
পূর্ব রেলের তরফ থেকে যে সুখবর দেওয়া হয়েছে সেই সুখবর অনুযায়ী নতুন সেই রেললাইন পাতার কাজ শুরু হয়ে গিয়েছে। রেললাইন পাতার কাজ শেষ হলে নতুন এই রেল লাইনের উপর দিয়ে ছুটে যাবে ট্রেন। আর এই নতুন রেললাইন তৈরি হওয়ার পর তার উপর দিয়ে ট্রেন ছুটলে এলাকার বাসিন্দাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। কেননা নতুন এই রেললাইন ও ট্রেনের দাবি দীর্ঘদিন ধরেই রয়েছে।
বাংলার বুকে নতুন যে রেললাইন তৈরির ঘোষণা করা হয়েছে সেটি হল মছলন্দপুর থেকে স্বরূপনগর। ইতিমধ্যেই এই রুটটিতে নতুন লাইন তৈরি করার জন্য প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানিয়েছেন, মছলন্দপুর থেকে স্বরূপনগর নতুন রেললাইন তৈরীর কাজের জন্য সমীক্ষার পাশাপাশি মাটি পরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন ? গুগল নয়, জানেন কে তৈরি করেছিলেন ইউটিউব? জড়িয়ে রয়েছেন এক বাঙালি
মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত নতুন রেললাইন তৈরির পরিকল্পনা আজকের নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময়ই এই নতুন রেল লাইনের ঘোষণা হয়েছিল। তারপর প্রাথমিক কিছু কাজ শুরু করা হলেও তা আর এগোয়নি। অবশেষে দীর্ঘ এক দশকের বেশি সময় কাটানোর পর মোদি সরকারের জামানায় নতুন এই রেললাইন বাস্তবের রূপ পেতে চলেছে বলে জানা যাচ্ছে পূর্ব রেল সূত্রে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন নতুন এই রুটে ট্রেন চালানো নিয়ে পরিকল্পনা ঘোষণা হওয়ার পাশাপাশি কোন রুট দিয়ে ট্রেন চালানো হবে তা ঠিক হয়েছিল। তবে পরবর্তীতে তিনি রেলমন্ত্রীর পদ থেকে ইস্তাফা দিলে সমস্ত কাজ বিশ বাঁও জলে চলে যায়। তবে এবার নতুন এই রুটের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে বলেই জানা যাচ্ছে। নতুন এই রুট তৈরি হয়ে ট্রেন চলাচল শুরু করলে এলাকার বাসিন্দাদের যাতায়াত খরচ অনেকটাই কমে যাবে। আর এসবের পরিপ্রেক্ষিতেই স্বরূপনগর-বাদুরিয়া ব্লকের হাজার হাজার মানুষেরা নতুন এই রেল লাইনের দিকে তাকিয়ে রয়েছেন। এখন দেখার বিষয় কবে নতুন এই রেল লাইন চালু হয় আর এলাকায় মানুষেরা ট্রেনে চড়ে যাতায়াত করতে পারেন।