Gold Price: সোনার দামে শেষ হতে চলেছে সুখের দিন, নতুন পথে সোনার দাম বাড়াতে চলেছে কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর জুলাই মাসের কেন্দ্র সরকারের পূর্ণাঙ্গ বাজেট ছিল সোনা সহ বহু মূল্যবান ধাতুতে বড় চমক। কেননা বেশ কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম বেড়ে চলেছিল তা কেন্দ্রীয় বাজেটের এক ঘোষণায় রীতিমতো ধস নেমে যায়। রাতারাতি সোনার দাম (Gold Price) হাজার হাজার টাকা কমে। আর এইভাবে সোনার দাম কমতে থাকার ফলে ক্রেতা থেকে সোনা বিক্রেতাদের মুখে হাসি ফুটতে দেখা যায়।

Advertisements

তবে সোনার দাম ইদানিং কমলেও এমন সুখের দিন যে খুব বেশি সময়ের জন্য স্থায়ী হবে না তা মোটামুটি ভাবে টের পাওয়া যাচ্ছে। সোনার দাম কমে যাওয়ার ফলে কয়েকদিন ধরেই বিক্রিবাটা বৃদ্ধি পেলেও কিন্তু আবার সোনার দাম বাড়তে চলেছে বলেই জানা যাচ্ছে। সোনার দাম বাড়ানোর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন পথ বেছে নেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে।

Advertisements

সোনার দাম এমন কমে যাওয়ার পিছনে রয়েছে শুল্ক কমিয়ে দেওয়া। আগে যেখানে সব মিলিয়ে ১৫ শতাংশ শুল্ক দিতে হতো, সেই জায়গায় এখন ৯ শতাংশ শুল্ক কমানোর ফলে তা কমে দাঁড়িয়েছে ৬ শতাংশ। আরজিএসটি মিলিয়ে দিতে হয় ৯ শতাংশ। স্বাভাবিকভাবেই বহুমূল্যবান এই ধাতুর দাম এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। কিন্তু এবার কেন্দ্র সরকার অন্য পথে সোনার দাম বৃদ্ধি করতে চলেছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।

Advertisements

আরও পড়ুন ? Sovereign Gold Bonds: হু হু করে দাম পড়লেও ১৪৪% লাভ, Sovereign Gold Bonds নিয়ে দুর্দান্ত ঘোষণা RBI-এর

মূলত কেন্দ্রীয় বাজেটে সোনার ওপর শুল্ক কমিয়ে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিলেও শোনা যাচ্ছে এবার সরকারের তরফ থেকে জিএসটি বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। জিএসটি বাড়ানো হলেই সোনার দাম ফের বেড়ে যাবে। বর্তমানে সোনার উপর ৩ শতাংশ জিএসটি নিয়ে থাকে কেন্দ্র। কিন্তু এই জিএসটির পরিমাণ আগামী দিনে ২ শতাংশ বৃদ্ধি করে ৫ শতাংশ করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই সোনার দাম ফের একবার বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

সোনার ওপর জিএসটি বৃদ্ধি করা হলে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারেরই জিএসটি থেকে আদায়িকৃত রাজস্বের পরিমাণ বেড়ে যাবে। বর্তমানে যেখানে কেন্দ্র ও রাজ্য ১.৫% করে সোনা থেকে জিএসটি পায়, সেই জায়গায় যদি ৫ শতাংশ জিএসটি করা হয় তাহলে কেন্দ্র ও রাজ্য দুই সরকার ২.৫% করে জিএসটি পাবে। ফলে বর্তমান সময়ের তুলনায় এক শতাংশ করে জিএসটি বেশি আদায় করতে পারবে কেন্দ্র ও রাজ্য।

Advertisements