নিজস্ব প্রতিবেদন : ৫ আগস্ট সোমবার বিশ্ব রাজনীতিতে নতুন একটি অধ্যায় লিখল। মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে সঙ্গেই সেই দেশের শাসন সেনাদের হাতে চলে যাওয়ার ঘটনা। তবে বাংলাদেশে এই প্রথম যে সেনা অভ্যুত্থান হল এমন নয়, এর আগেও একাধিক বার বাংলাদেশের শাসনভার দখল নিয়েছিল সেনারা (Bangladesh Military Coups)। তবে সেসবের মধ্যে ৪টি সেনা অভ্যুত্থান বেশ উল্লেখযোগ্য।
১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা হওয়ার পর যে সকল সেনা অভ্যুত্থান হয়েছে তার মধ্যে ৬টি সেনা অভ্যুত্থান আজও বিশ্ব রাজনীতিতে আলাদা জায়গা করে রেখেছে। এর মধ্যে অবশ্যই ২০২৪ সালের ৫ আগস্ট দিনটিকে ধরা যায়। কারণ বিশ্বের অন্যতম মহিলা সফল প্রধানমন্ত্রীর তালিকায় যেখানে নাম উঠেছে শেখ হাসিনার, শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত হতে হল।
বাংলাদেশের ইতিহাস সম্পর্কে পশ্চিমবঙ্গের অধিকাংশ বাসিন্দারাই বেশ সরগরম। কেননা এই দেশটি কেবল ভারতের প্রতিবেশী দেশ নয়, পাশাপাশি এটি পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া দেশ। বাংলাদেশ মূলত আগে পূর্ব পাকিস্তান হিসাবে থাকলেও ভারতীয় সেনাদের সহযোগিতাতেই ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তান থেকে নিজেদের আলাদা ঘোষণা করে নতুন রাষ্ট্রের ঘোষণা করেছিল। তবে নতুন রাষ্ট্রের ঘোষণা হলেও বারবার বাংলাদেশে পাকিস্তানের মতোই সেনা অভ্যুত্থান হয়েছে।
১) বাংলাদেশের প্রথম বার বড় রকমের সেনা অভ্যুত্থান হয় ১৯৭৫ সালে। বাংলাদেশের কারিগর হিসাবে যাকে ধরা হয়ে থাকে অর্থাৎ শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার চার বছরের মাথাতেই খুন হয়েছিলেন। আর তারপরেই সেনাবাহিনীর রক্তাক্ত পাল্টাপাল্টি বিদ্রোহের মধ্য দিয়ে বাংলাদেশে জিয়াউর রহমানের সামরিক শাসন শুরু হয়।
আরও পড়ুন ? Hydrogen Train: চলতি বছরেই হবে প্রথম হাইড্রোজেন ট্রেনের স্বপ্নপূরণ, তবে বাংলা নয়, চলবে অন্য এক রুটে
২) তবে ১৯৭৫ সালে সেনা অভ্যুত্থান হলেও সেনা অভ্যুত্থানের নায়ক জিয়াউর রহমান সেনা বিদ্রোহে খুন হলে ১৯৮১ সালে ক্ষমতা দখল করেন জেনারেল এরশাদ। এবারও সেনা অভ্যুত্থান হয়েছিল। ১৯৯১ সালে এরশাদ শাসনের পতন হওয়ার পর গণঅভ্যুত্থান হয় এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা। তবে এই গণঅভ্যুত্থান আন্দোলনের অন্যতম মুখ হিসাবে সেই সময় ছিলেন শেখ হাসিনাও। ছিল জামাত ইসলামী।
৩) পরবর্তীতে বড় যে সেনা অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে তা হল ২০০৭ সালে। ২০০৭ সালে বিএনপি সরকারের আয়োজন করা সাধারণ নির্বাচন থমকে দিয়ে ১১ জানুয়ারি রাজনীতিতে সেনা অভ্যুত্থান হয়। এবারের এই সেনা অভ্যুত্থান ছিল বেশ চমকপ্রদ। কেননা সেনাবাহিনী সরাসরি সরকারের ক্ষমতা দখল না করলেও নিজেদের পছন্দমত বেসামরিক ব্যক্তিদের নিয়ে সরকার গঠন করেছিল।
৪) বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সময় অন্ততপক্ষে ২৯ বার সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। এসবের মধ্যে আবার যে চারটি সেনা অভ্যুত্থান অন্যতম উল্লেখযোগ্য হিসাবে ধরা হয়ে থাকে তার মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট অন্যতম। এবার বাংলাদেশে সেনা অভ্যুত্থান হয় মূলত চাকরিতে সংরক্ষণ ছাত্র আন্দোলন ঘিরে।