মাধব দাস : জুলাই মাসের শুরুতেই দেশের বেসরকারি তিন টেলিকম সংস্থার তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার ফলে গ্রাহকদের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই বর্ধিত খরচ থেকে বাঁচার জন্য অনেকে অনেক কৌশল নিচ্ছেন। ঠিক সেই রকমই আজ আমরা একটি কৌশল এই প্রতিবেদনে জানাবো, যার মাধ্যমে জিও গ্রাহকরা একই খরচ করেও প্রতিদিন ১ জিবির বদলে ২.৫ জিবি করে ডেটা পাবেন। এই কৌশল জিও গ্রাহকদের সবচেয়ে লাভজনক (Jio Benefit Recharge)।
বেসরকারি তিন টেলিকম সংস্থা তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার পর বহু গ্রাহক রয়েছেন যারা জিও, এয়ারটেল এবং ভিআই ছেড়ে বিএসএনএল সংস্থায় নাম লেখাতে তোরজোর শুরু করেছেন। কিন্তু সেখানে না গিয়েও এখনো কম খরচে জিও গ্রাহকরা নিজেদের মোবাইল চালানোর সুযোগ পাবেন। কম খরচে মোবাইল চালানোর সুযোগ উপভোগ করতে অবশ্যই গ্রাহকদের নতুন এক কৌশল মেনে চলতে হবে।
জিওর যে সকল প্ল্যান রয়েছে সেই সকল প্ল্যানগুলির মধ্যে একটি হল ২০৯ টাকা। ২০৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন এক জিবি করে ডেটা, ১০০ টি করে এসএমএস এবং আনলিমিটেড কল পেয়ে থাকেন। এর সঙ্গে দেওয়া হয় ২২ দিনের ভ্যালিডিটি। অনেকেই কম খরচ দেখে এই রিচার্জ প্ল্যানটি এখন রিচার্জ করছেন। কিন্তু এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন খরচ হয় ৯.৫০ টাকা।
আরও পড়ুন ? Cardless ATM: লাগবে না এটিএম কার্ড, এবার মোবাইলে ‘ওকে’ করেই এটিএম থেকে তোলা যাবে নগদ টাকা
এবার যদি ৩৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে, ওই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড 5G, আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস পেয়ে থাকেন। এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ভ্যালিডিটি পান ৩৬৫ দিন। হিসেব অনুযায়ী ৩৫৯৯ টাকা রিচার্জ করলে গ্রাহকদের প্রতিদিন খরচ দাঁড়াচ্ছে ৯.৮৬ টাকা।
এক্ষেত্রে গ্রাহকদের একই খরচে এক জিবির পরিবর্তে প্রতিদিন ২.৫ জিবি ডেটা পেতে হলে এক ধাক্কায় কিছুটা বেশি খরচ করতে হবে। একবারে যদি গ্রাহকরা ৩৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করে নেন তাহলে প্রায় একই দামে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। কিন্তু অনেক গ্রাহকের কাছে এমনটা অসুবিধা মূলত একবারে এত টাকা খরচ হওয়ার কারণে। তবে এই কৌশল অবলম্বন করেই কম খরচে নিজেদের মোবাইল চালাতে পারবেন জিও গ্রাহকরা।