শ্যামলি দাস: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন দপ্তরের হাতে থাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC) নতুন করে এমন এমন পদক্ষেপ নিচ্ছে যেগুলি সাধারণ মানুষদের জন্য খুব উপকারে আসবে। একসময় এই পরিবহন নিগম ভোটা রাজ্য জুড়েই দাপিয়ে বেড়াতো। তবে পরবর্তীতে কিছুটা হলেও ঘুমিয়ে পড়েছিল এই নিগম। আবার সম্প্রতি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম যেভাবে একের পর এক পদক্ষেপ নিচ্ছে তা বাস পরিষেবার ক্ষেত্রে বৈপ্লবিক সব পরিবর্তন এনে দিচ্ছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের হাতে এই মুহূর্তে নাই নাই করে ৭৪৫ টি বাস রয়েছে। এই ৭৪৫টি বাসের মধ্যে প্রতিদিন গড়ে ৬২৫ টি বাস বিভিন্ন রুটে পরিষেবা দিয়ে থাকে। যে সকল বাসে চড়ে হাজার হাজার যাত্রী প্রতিদিন এক জেলা থেকে অন্য জেলা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত করে থাকেন। আর এবার এই সকল যাত্রীদের জন্যই নতুন সুখবর দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। কেননা এবার তারা নতুন তিনটি সিএনজি বাস (NBSTC CNG Bus) আনিয়েছে।
পেট্রোল ডিজেলের দাম দিন দিন বৃদ্ধি পাওয়া এবং মাত্রাতিরিক্ত ভাবে পরিবেশ দূষণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এখন অধিকাংশ সরকারি সংস্থা পেট্রোল-ডিজেলের বিকল্প জ্বালানি হিসাবে সিএনজি অথবা বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের বহু রুটে এখন সিএনজি বাস চালাচ্ছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এসবের মধ্যে উত্তরবঙ্গ পরিবহন নিগমের হাতে তিনটি নতুন সিএনজি বাস যাওয়া সাধারণ যাত্রীদের কাছে সুখবর।
আরও পড়ুন ? Ayushman Bharat: বাংলায় চালু করতেই হবে আয়ুষ্মান ভারত প্রকল্প, বিশাল ফাঁদে ফেলে দিল রাজ্যকে
জানা যাচ্ছে, কিছুদিন আগেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম ৩০ টি নতুন সিএনজি বাস কিনেছে। এর মধ্যে দুটি বাস মাসখানেক ধরেই কোচবিহার ও শিলিগুড়ি রুটের মধ্যে যাতায়াত করছে। আর এসবের মধ্যেই নতুন করে আরও তিনটি বাস আনা হয়েছে। নতুন তিনটি বাস আনার পরিপ্রেক্ষিতে সাধারণ যাত্রীদের মধ্যে কৌতুহল কোন রূপে চলবে এই সকল বাসগুলি।
নতুন তিনটি সিএনজি বাস কোন রুটে চলাচল করবে তা নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, নতুন এই বাসগুলি চালানো হবে কোচবিহার ও দিনহাটা এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের মধ্যে। এই বাসগুলি চলাচল শুরু হলে এই সকল রুটে যে সকল যাত্রীরা যাতায়াত করে থাকেন তাদের যাতায়াতের ভাড়া কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও যাত্রী স্বাচ্ছন্দ্য অনেকটাই বেড়ে যাবে।