BSNL 5G: 4G তো হল, এবার 5G! BSNL নিয়ে বড় কথা শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী

Madhab Das

Published on:

Advertisements

মাধব দাস: বেসরকারি তিন টেলিকম সংস্থা তাদের মোবাইল খরচ বৃদ্ধি করার পর লক্ষ লক্ষ গ্রাহক রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এ নাম লিখিয়েছেন। দিন দিন নাম লেখানোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকরা খরচ কমানোর পাশাপাশি বিএসএনএলের 4G পরিষেবা উপভোগ করতেও এখন মুখিয়ে রয়েছেন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে বিএসএনএল তাদের 4G পরিষেবা চালু করে দিয়েছে, এবার পালা 5G (BSNL 5G) পরিষেবার।

Advertisements

বিএসএনএল দেশের সব জায়গায় 4G পরিষেবা এখনো পর্যন্ত চালু করতে না পারলেও সেই কাজ দ্রুততার সঙ্গে চলছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুধু দাবি নয়, দেশের মোবাইল ব্যবহারকারীরাও তা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই বড় বড় বেশ কিছু শহরে 4G নেটওয়ার্ক স্থাপন করার পাশাপাশি অন্যান্য জায়গাগুলিতেও 4G নেটওয়ার্ক স্থাপনের কাজ চলছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বিএসএনএলের গ্রাহক সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আত্মনির্ভর ভারতের অধীনে বিএসএনএল নিজস্ব 4G নেটওয়ার্ক প্রস্তুত করেছে।

Advertisements

বিএসএনএল ইতিমধ্যেই টাটাদের টিসিএস, তেজাস নেটওয়ার্ক এবং সি ডটের মত দেশীয় সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে পরিকাঠামো গত বদল এনে দেশের বিভিন্ন প্রান্তে 4G নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে দেশে ৮০ হাজার 4G টাওয়ার স্থাপিত হবে এবং ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে সেই সংখ্যাটা পৌঁছে যাবে এক লক্ষে।

Advertisements

আরও পড়ুন ? BSNL Recharge Plan: আনলিমিটেড কল, প্রতিদিন ২ জিবি ডেটা, BSNL আনল লম্বা ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ইতিমধ্যেই বিএসএনএল গ্রাহকদের 5G রেডি সিম কার্ড দিতে শুরু করেছে। যে সকল গ্রাহকরা অন্য নেটওয়ার্ক থেকে পোর্ট করছেন অথবা নতুন সিম কার্ড নিচ্ছেন তাদের হাতে এখন দেওয়া হচ্ছে 5G রেডি সিম কার্ড। আর এর ফলেই এখন প্রশ্ন জাগছে, তাহলে কি 4G পরিষেবা চালু হওয়ার পাশাপাশি খুব বেশি দেরি নেই 5G পরিষেবার জন্য? উত্তর দিতে গেলে বলতেই হয় হ্যাঁ।

সূত্র মারফত জানা যাচ্ছে, বিএসএনএল 4G নেটওয়ার্ক প্রস্তুত করার পর এখন দেশীয় প্রযুক্তিতে 5G প্রযুক্তি প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে। তবে তার আগে দেশের সর্বত্র 4G টাওয়ার প্রতিস্থাপন করতে চাইছে বিএসএনএল। আর এই লক্ষ্য পূরণের ক্ষেত্রে তাদের সময় লাগতে পারে ৬ থেকে ১২ মাস। মনে করা হচ্ছে, দেশের সর্বত্র যত তাড়াতাড়ি 4G নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার কাজ পূরণ করতে পারবে বিএসএনএল তত তাড়াতাড়ি চালু হবে বিএসএনএল 5G।

Advertisements