Toto: অনেক হল হকার উচ্ছেদ! এবার টোটো নিয়ে আগস্টে নয়া পরিকল্পনা প্রশাসনের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Toto: ইদানিং টোটোর বিশেষ বাড়বাড়ন্ত নজরে পড়ার মতন অবস্থায় চলে এসেছে। অনেকদিন আগেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছিলেন। অনেক হল হকার উচ্ছেদ! এবার টোটো নিয়ে আগস্টে নয়া পরিকল্পনা প্রশাসনের। খুব শীঘ্রই পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোলে টোটো নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। আশা করা যায় আগস্ট থেকে চালু হবে টোটোর (Toto) নতুন নিয়ম। অবৈধ টোটো নিয়ে রাস্তায় বেরোনো একেবারে বন্ধ।

Advertisements

যে কেউ টোটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে পারবেন না। টোটো চালাতে গেলেও প্রয়োজন হবে বৈধ ড্রাইভিং লাইসেন্সের। গাড়ির বৈধতা না থাকলে সেই গাড়িও রাস্তায় চলাচলের যোগ্য নয়। এমনকি যত্রতত্র ঘুরে বেড়াতে পারবেনা টোটো। আরটিওর পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া পথেই চালাতে হবে টোটো। যেকোনো গাড়ি চালকেরই ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। বাদ নেই টোটো চালকরাও। টোটো চালকের ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি প্রয়োজন হবে টোটোটির (Toto) লাইসেন্সও। নতুন নিয়মানুযায়ী, টোটোর লাইসেন্স বের করার জন্য প্রথমে পরিবহন দপ্তরের কাছে আবেদন করতে হবে। পরিবহন দপ্তর তরফ থেকে আপনার আবেদন গৃহীত হলে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। টোটো বা ই রিক্সা চালানোর প্রশিক্ষণের শেষ হলে তবেই পাওয়া যাবে গাড়ির লাইসেন্স।

Advertisements

টোটোর এই বাড়বাড়ন্ত কমাতে ইতিমধ্যে অবৈধ টোটো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে জেলায় জেলায়। প্রশাসনের মতে এখনো পর্যন্ত ১০০ টিরও বেশি টোটো বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কিছু টোটো এখনো অবৈধভাবে রাস্তায় চলাফেরা করছে। সেগুলিকেও যতো তাড়াতাড়ি সম্ভব বাজেয়াপ্ত করার চেষ্টায় রয়েছে প্রশাসন। কিন্তু পহেলা আগস্টের পর যদি কোন অবৈধ টোটোকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায় অথবা সরকারের নির্দিষ্ট করে দেওয়া রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় টোটো চলাচল করতে দেখা যায়, তাহলে সেই টোটো এবং টোটো চালকের বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। এমনকি টোটো চালককে দিতে হতে পারে জরিমানা। ইতিমধ্যে রানীগঞ্জ, আসানসোল এবং আশপাশের অন্যান্য এলাকাগুলিতে মাইকিং করা শুরু হয়েছে। টোটো (Toto) সংক্রান্ত নতুন নিয়মগুলি মাইকিং এর মাধ্যমে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে জোর কদমে।

Advertisements

আরও পড়ুন ? Birbhum News: চুরি করতে এসে ঘুম, ডিম ভেজে খাওয়া, আবার বিক্রিও! চোরের বাটপারি দেখে হেসে মরছেন কেষ্ট

শুধুমাত্র টোটো, টোটো (Toto) চালক বা টোটোর মালিক নয় টোটো বিক্রেতাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। আরটিওর পক্ষ থেকে জানানো হয়েছে টোটো বিক্রেতা যদি অবৈধভাবে টোটো বিক্রি করেন, তাহলে তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে বাধ্য থাকবে প্রশাসন। ইতিমধ্যে ৮ জন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ টোটো বিক্রির অপরাধে। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। এছাড়াও একাধিক জায়গা থেকে এসেছে অবৈধ টোটো বিক্রির অভিযোগ। যেমন সালানপুর, রূপনারায়নপুর, আহ্লাদিয়া, জামুড়িয়া বিভিন্ন এলাকা থেকে আসছে অবৈধ টোটো বিক্রির অভিযোগ। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে খুব শীঘ্রই পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন।

আরটিও জানিয়েছেন খুব শীঘ্রই অবৈধ টোটো বাতিল করা নিয়ে বৈঠক করার জন্য দুর্গাপুর ও আসানসোল এলাকায় আসবেন বর্তমান পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। বৈঠকে উপস্থিত থাকবেন বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার প্রতিনিধিরা। টোটোর (Toto) নতুন নিয়ম ছাড়াও পরিবহন সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। এই মুহূর্তে আসানসোলের ১০ হাজার এবং রানীগঞ্জে প্রায় ৮ হাজার টোটো চলাচল করে। এর মধ্যে অবৈধ টোটোর সংখ্যাও অনেকগুলি। অবৈধ টোটোগুলি রীতিমত নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে এই সমস্ত এলাকার উপর। আসানসোল বা দুর্গাপুর ছাড়াও রূপনারায়নপুর, নিয়ামতপুর, কুলটি ইত্যাদি জায়গায় টোটোর রমরমা বেশ চোখে পড়ে।

Advertisements