মাধব দাস : দেশে নতুন নতুন রুটে নতুন নতুন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন নামবে তা আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কনফার্ম করেছিলেন। আর রেল মন্ত্রীর সেই কথা মোটেই খেলাপির নয়। কেননা ভারতীয় রেল (Indian Railways) রেলমন্ত্রীর আশ্বাস অনুযায়ী একের পর এক কাজ করে চলেছে। ঠিক সেই রকমই আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস (New Vande Bharat Express) চলবে বাংলা থেকে। কনফার্মড হয়ে যাওয়া এই ট্রেনের ভাড়া কত হবে তারও আভাস পাওয়া গিয়েছে।
বাংলার বুকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলেছিল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। এরপর ধীরে ধীরে হাওড়া থেকে পুরি, হাওড়া থেকে পাটনা, হাওড়া থেকে রাঁচি, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি থেকে পাটনা, বাংলার ৬টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে। আর এসবের মধ্যেই এবার আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বাংলা থেকেই ছুটবে পড়শী রাজ্যে।
সর্বভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের করা কনফার্মড খবর অনুযায়ী নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে মুজাফফরপুর পর্যন্ত চালানো হবে বলে জানা যাচ্ছে। বিহারের মুজাফফরপুর পর্যন্ত এই ট্রেনটি যাত্রা শুরু করলে পশ্চিমবঙ্গের সাতটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে নিউ জলপাইগুড়ি থেকে তিনটি বন্দে ভারত ট্রেন তাদের যাত্রা করবে। বাংলার বুকে এত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ভারতের অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই এগিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গকে।
আরও পড়ুন ? Vande Metro Trial: বিরাট সুখবর, হয়ে গেল বন্দে মেট্রোর ট্রায়াল রান, এবার বাংলায় কবে চলবে
জানা যাচ্ছে, নিউ জলপাইগুড়ি ও মুজাফফরপুর স্টেশনের মধ্যে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আগামী অক্টোবর মাসে যাত্রা শুরু করবে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্য দিয়ে যাতায়াত শুরু হলে নিউ জলপাইগুড়ি ও মুজাফফরপুরের মধ্যে ৪৪৬ কিলোমিটার দূরত্বের রাস্তা যাতায়াত করার সময় অনেকটাই কম লাগবে। এমনিতে এই দুই স্টেশনের মধ্যে যাতায়াত করতে যেখানে প্রায় ৯ ঘণ্টা সময় লাগে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে সেই রাস্তা পৌঁছে যাওয়া যাবে ৬ থেকে ৭ ঘণ্টার মধ্যেই।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য ইতিমধ্যেই সমীক্ষার কাজ হয়ে গিয়েছে। বাণিজ্যিকভাবে অক্টোবর মাস থেকেই যাত্রা শুরু করে দিতে পারে নতুন ট্রেনটি। এছাড়াও ট্রেনটিতে সফরের ক্ষেত্রে যাত্রীদের ভাড়া হতে পারে ১২০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে।