শ্যামলি দাস: ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গা সফর করার জন্য যাত্রীদের একগুচ্ছ নিয়ম মেনে চলতে হয়। রেলের তরফ থেকে জারি করা সেই সকল নিয়ম না মানলে যাত্রীদের জরিমানা থেকে শুরু করে শাস্তি সব রকমের বিধান রয়েছে। তবে রেলের যে সকল কর্মীরা রয়েছেন তারা এমন একাধিক নিয়ম থেকে ছাড় পেতেন। সেই তালিকাতে ছিল RPF-GRP-রাও। কিন্তু এবার তাদের জন্য রেলের নয়া ঘোষণায় (Indian Railways New Announcement) রীতিমতো তাদের সুখের দিন শেষ হয়ে গেল।
রেল পরিষেবাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবচেয়ে বেশি যাদের বড় ভূমিকা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো আরপিএফ, জিআরপি। ট্রেনের মধ্যে অথবা স্টেশনে কোথাও কোনো রকম অশান্তি, যাত্রীদের সুরক্ষা দেওয়া ইত্যাদি অনেক ধরনের দায়িত্ব তাদের ঘাড়ে থাকে। তারা রেলেরই কর্মী। যে কারণেই এতদিন পর্যন্ত তারা ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করার ক্ষেত্রে ডিউটি পাশ দেখিয়ে সফর করতেন। কিন্তু এবার সেই গুড়ে বালি।
রেলওয়ে ট্রাইব্যুনাল এবার যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আর ডিউটি পাস দেখিয়ে ট্রেনে চড়তে পারবেন না আরপিএফ অথবা জিআরপিরা। তাদেরও সাধারণ যাত্রীদের মতো টিকিট কেটে ট্রেনে চড়তে হবে। মূলত একটি মামলার পরিপ্রেক্ষিতে রেলওয়ে ট্রাইব্যুনাল এমনটাই নির্দেশ দিয়েছে। আর এই নির্দেশের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই আরপিএফ ও জিআরপিদের পকেট থেকে বেশি টাকা খসবে, এমনকি পস্তাতেও হতে হবে।
আরও পড়ুন ? Counter Train Tickets: ট্রেনের জেনারেল টিকিটের নিয়মে বদল, এবার আরও সহজে কাউন্টার থেকে হবে বুকিং
রেলওয়ে ট্রাইব্যুনালের আমেদাবাদ বেঞ্চে এমন একটি মামলার শুনানি হয়। ডিউটিতে থাকাকালীন ট্রেন দুর্ঘটনায় এক আরপিএফ-এর পা কেটে বাদ দিয়েছে। তার এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি লক্ষাধিক টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন। কিন্তু সেই মামলা চলাকালীন দেখা যায় ওই আরপিএফ-এর বৈধ টিকিট ছিল না। তিনি তার পরিচয় পত্র দেখিয়ে ট্রেনে উঠেছিলেন। ওই রেল কর্মীর সঙ্গে এমন দুর্ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ১৩ নভেম্বর।
ওই রেল কর্মী ঐদিন সুরাটের রেলওয়ে থানায় গিয়েছিলেন, এরপর তিনি সুরাট জামনগর ট্রেন ধরে ফিরছিলেন। ফেরার সময় পালেজ স্টেশনে তিনি পড়ে যান এবং জোর আঘাত পান। আঘাত এতটাই গুরুতর ছিল যে তার একটি পায়ের একটি অংশ বাদ পড়ে। এই ঘটনায় তিনি ৮ লক্ষ টাকা দাবি করে মামলা করেছিলেন। তবে সেই মামলায় তাকে হোঁচট খেতে হয়। এই রায়ের পরিপ্রেক্ষিতে স্পষ্ট ট্রেনে চলার ক্ষেত্রে হাতে বৈধ টিকিট সবসময়ই থাকতে হবে। হাতে বৈধ টিকিট না থাকলেও হয়তো আরপিএফ ও জিআরপিরা ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে সাময়িকভাবে ছাড় পেয়ে যাবেন ঠিকই, কিন্তু এমন ঘটনা ঘটলে রীতিমত পস্তাতে হবে।