নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা মুকেশ আম্বানির Jio এখন বেশ চাপের মধ্যে রয়েছে। এই টেলিকম সংস্থাটি দেশের সবচেয়ে বেশি গ্রাহক ধরে রাখতে সক্ষম হলেও দিন দিন তাদের ওপর যেভাবে চাপ বাড়ছে তাতে তারা নতুন পরিকল্পনা ছাড়া অন্য কোন উপায় খুঁজে পাচ্ছে না। এসবের মধ্যেই এবার নতুন পরিকল্পনা অনুযায়ী জিও গ্রাহকদের ৭২ দিনের জন্য চিন্তা মুক্তি করার পাশাপাশি ২০ জিবি এক্সট্রা ডেটা (Jio Free Data Recharge) দেওয়ার ঘোষণা করলো।
চলতি বছর দেশের প্রথম কোন টেলিকম নেটওয়ার্ক হিসাবে জুলাই মাসের ৩ তারিখ থেকে নিজেদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার ঘোষণা করেছিল। ঘোষণা অনুযায়ী নতুন ট্যারিফ প্ল্যান কার্যকারও করা হয়। তবে এরপরেই যেন জিওর সুখের সংসারে কালো মেঘ নেমে আসে। বহু গ্রাহক রয়েছেন যারা জিও ছেড়ে ধীরে ধীরে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এ নাম লেখানো শুরু করেন। পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে দেখেই জিও এবার নতুন ঘোষণা করল বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও নতুন যে ঘোষণা করেছে সেই ঘোষণা অনুযায়ী ২০ জিবি এক্সট্রা ডেটা পাওয়ার পাশাপাশি গ্রাহকরা আনলিমিটেড 5G ব্যবহার করার সুযোগও পাবেন। তবে আনলিমিটেড 5G ব্যবহার করার জন্য অবশ্যই গ্রাহকদের কাছে 5G হ্যান্ডসেট থাকতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক Jio এমন অফার কোন রিচার্জ প্ল্যানের সঙ্গে দিচ্ছে।
জিও নতুন ট্যারিফ প্ল্যান ঘোষণার পর দেখা গিয়েছে, তারা ১২.৫% থেকে ২৫ শতাংশ পর্যন্ত খরচ বৃদ্ধি করেছে গ্রাহকদের। কোন কোন রিচার্জ প্ল্যানের দাম একই রেখে দিলেও সেগুলি থেকে ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোন কোন রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে ঘুরপথে দাম বাড়িয়েছে জিও। সেই রকমই ঘুরপথে দাম বাড়ানোর একটি রিচার্জ প্ল্যান হলো ৭৪৯ টাকা। এবার এই রিচার্জ প্ল্যানটির সঙ্গেই এক্সট্রা ডেটা দেওয়ার ঘোষণা করল সংস্থা।
৭৪৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে আগে গ্রাহকরা ৯০ দিনের ভ্যালিডিটি পেতেন। কিন্তু এখন এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে ৭২ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। ৭২ দিনের ভ্যালিডিটির পাশাপাশি রয়েছে আনলিমিটেড কল, আনলিমিটেড 5g, প্রতিদিন ২ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস, জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন। আর এর সঙ্গেই এখন দেওয়া হচ্ছে ২০ জিবি এক্সট্রা ডেটা। এক্ষেত্রে গ্রাহকদের এক্সট্রা ডেটা দিয়ে পুষিয়ে দিচ্ছে জিও।