Chartered Accountant: চাওয়ালার মেয়ে সিএ পাশ! খবর পেতেই বাবাকে জড়িয়ে অজোরে কান্না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Chartered Accountant: বাবা চা বিক্রি করেন। বাবাকে সাহায্য করার জন্য মাঝে মাঝে কাজে হাত লাগাতে হয় মেয়েকেও। ছোট থেকেই স্বপ্ন ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (Chartered Accountant) হওয়ার কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছিল আর্থিক দুরাবস্থা। সমাজ তাদেরকে উৎসাহ জোগানোর বদলে উল্টে ভেঙ্গে দিচ্ছিল মনোবল। চা বিক্রেতার মেয়ে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট হবে? এ যেন এক অলৌকিক ঘটনা। এসব পড়াশোনার মতো বিলাসিতা বাদ দিয়ে বিয়ে করে সংসার জীবন পালন করার পরামর্শই তাদের দিয়েছিল সমাজ। কিন্তু সমাজের কথা কানে নিতে নারাজ দিল্লির অমিতা। সময় লেগেছে, পরিশ্রম লেগেছে। কিন্তু নিজের স্বপ্নকে সত্যি করে সমাজের মুখে যোগ্য জবাব দিয়েছে মেয়েটি। উত্তীর্ণ হয়েছেন সিএ পরীক্ষায়। চা-ওয়ালার মেয়ে সিএ পাশ! খবর পেতেই বাবাকে জড়িয়ে অজোরে কান্না।

Advertisements

১১ ই জুলাই ২০২৪ এ ফলাফল প্রকাশিত হয়েছে সিএ (Chartered Accountant) পরীক্ষার। সফল পরীক্ষার্থীদের মধ্যে নাম রয়েছে অমিতারও। এই খুশির খবর শোনা মাত্রই আনন্দে কেঁদে ফেলেছেন তিনি। সমাজকে যোগ্য জবাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার সফলতার কাহিনী। সোশ্যাল মিডিয়ার খবরটি শেয়ার করার সময় তিনি লিখেছেন তাকে এবং তার বাবাকে অনেকেই পরামর্শ দিয়েছেন যে তার বাবা যেন মেয়ের পড়াশোনার পিছনে টাকা-পয়সা খরচ না করে সম্পত্তি বানানোর চেষ্টা করেন। কারণ ভবিষ্যতে মেয়ের বিয়ে দেওয়ার সময় এই সম্পত্তিই কাজে আসবে। অমিতা ছোট থেকেই পড়াশোনা খুব একটা ভালো ছিলেননা। তাই তার পড়াশোনার পিছনে টাকা পয়সা খরচ করা বিলাসিতা বলেই মনে করত এই সমাজ।

Advertisements

কিন্তু অমিতার পরিবার, তার মা-বাবা এই সমস্ত কথায় কান দেননি। তারা সব সময় পাশে থেকেছেন মেয়ের। দিল্লির মেয়ে অমিতা পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না ঠিকই, কিন্তু ছোট থেকে স্বপ্ন ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (Chartered Accountant) হওয়ার। স্বপ্ন পূরণ করতে তাই সময়টাও একটু বেশিই লেগেছে তাঁর। ১০ বছর ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি। শেষমেষ সমস্ত কষ্টের ফলাফল পেয়েছেন হাতেনাতে। সফল হয়েছেন নিজের স্বপ্ন পূরণে। চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট (Chartered Accountant) হওয়ার খবরটা পাবার সাথে সাথে বাবাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকেন তিনি। তিনি জানান, “একটু একটু করে বাবা মায়ের সব স্বপ্ন পূরণ করব। তাদের জন্য বাসযোগ্য ঘরবাড়ি তৈরি করব।“

Advertisements

আরও পড়ুন ? Viral Video: অটো চালক মানেই মূর্খ নয়! বুড়োর ঝরঝরে ইংলিশ দেখে ‘থ’ যাত্রীরা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই দেখা গেছে এই কাহিনী। অমিতা সিএ (Chartered Accountant) পাশ করার খবর শোনার সাথে সাথেই বাবার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেছেন। এবং কান্নায় ভেঙে পড়েছেন বাবা ও মেয়ে। এই ঘটনা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরাও। ভিডিওতে দেখা যায়, অমিতার বাবা বাইকের উপর বসে রয়েছেন। মাথায় হেলমেট, সামনে একটি পিঠব্যাগ আর তাকে জড়িয়ে ধরেছে তার মেয়ে অমিতা। কান্নায় ভেঙে পড়েছেন দুজনেই। ভিডিওটি সোশ্যাল মিডিয়ার প্রকাশ পেতেই ব্যাপক হারে ভাইরাল হচ্ছে। লাইক শেয়ার এর বন্যা বয়ে গিয়েছে ভিডিওটিতে।

বাবাকে জড়িয়ে ধরে অমিতা বলেন বাবা আমি সিএ (Chartered Accountant) হয়ে গিয়েছি। ১০ বছর ধরে একটি পরিবার যে স্বপ্নটাকে একটু একটু করে বড় করছিল, সেই স্বপ্ন যখন পূরণ হয় তখন বোধহয় আর অনুভূতিগুলোকে দমিয়ে রাখা যায় না। তাই জন্যই হয়তো কান্নায় ভেঙে পড়েছেন দুজনেই। মেয়ের মাথায় হাত রেখে তাকে বুকে জড়িয়ে ধরেন তিনি। অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক পরিশ্রম সবকিছুর সফলতা পাবার দিন। পরিবারের সদস্যরা অমিতাকে শুভেচ্ছা জানিয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন অনেক নেটিজেনরাও। এই ভিডিওর কমেন্ট বক্সে অমিতার জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বহু শুভাকাঙ্ক্ষীরা।

Advertisements