নিজস্ব প্রতিবেদন : লোকাল হোক অথবা দূরপাল্লার পথ, যাতায়াত করার ক্ষেত্রে অধিকাংশ ভারতীয়রাই রেল (Indian Railways) পরিষেবার ওপর ভরসা রাখেন। সাধারণ মানুষদের এমন ভরসার দিকে তাকিয়ে ভারতীয় রেলের তরফ থেকেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়। ঠিক সেই রকমই এবার ট্রেনের টিকিট বুকিংয়ে যুক্ত হতে চলেছে নতুন অপশন, আর সেই অপশন সুবিধা দেবে মায়েদের।
ট্রেনে সফর করা যাত্রীদের মধ্যে একদিকে যেমন পুরুষ যাত্রীরা রয়েছেন ঠিক সেই রকমই রয়েছেন মহিলা যাত্রী থেকে শুরু করে প্রবীণ নাগরিক, মায়েরাও। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রবীণ নাগরিক থেকে শুরু করে মহিলাদের জন্য সব সময় লোয়ার বার্থের সুবিধা দেওয়া হয়ে থাকে। যদি টিকিট বুকিংয়ের সময় লোয়ার বার্থ ফাঁকা থাকে তাহলে অগ্রাধিকার হিসাবে প্রবীণ নাগরিক ও মহিলারা তা পেয়ে থাকেন।
রেলের এমন বিভিন্ন সুযোগ-সুবিধার মধ্যে এবার মায়েদের স্বাচ্ছন্দের জন্য যুক্ত হতে চলেছে বেবি বার্থ (Baby Berth in Train)। দূরপাল্লার ট্রেনে যে সকল মায়েরা তাদের শিশুসন্তানদের নিয়ে সফর করে থাকেন তাদের একটু স্বাচ্ছন্দ দেওয়ার জন্য রেলের এমন পরিকল্পনা। অনেক ক্ষেত্রেই দেখা যায় শিশু সন্তানদের জন্য মায়েরা দিন-রাত জেগে বসে বসে ট্রেনে সফর করে থাকেন। এবার এমন কষ্টের দিন শেষ হতে চলেছে রেলের নতুন পরিকল্পনায়।
আরও পড়ুন ? বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ধাক্কা
রেলের তরফ থেকে পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে আইআরসিটিসি অ্যাপে টিকিট বুকিংয়ের সময় মাদার উইথ চাইল্ড অপশন যোগ করার বন্দোবস্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই ধরনের অপশন যোগ করার কাজ শুরু হয়ে গিয়েছে। পরীক্ষামূলকভাবে আপাতত লখনৌ-দিল্লি মেলে দুটি আসনে বেবি বার্থ চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এসি থ্রি টায়ার কোচের লোয়ার বার্থে ফোল্ড করা অবস্থায় শিশুদের জন্য ওই আসন থাকবে।
লোয়ার বার্থের নিচে যেখানে যাত্রীরা মূলত লাগেজ রাখেন সেই জায়গায় এমন ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষামূলকভাবে এমন ব্যবস্থা করার পরিপ্রেক্ষিতে দেখে নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে অসুবিধা হওয়ার মতো কোন রকম অভিযোগ আসছে কিনা। তবে এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ আসেনি বলেই জানা গিয়েছে রেল সূত্রে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে এমন পরিকল্পনা সফলতা পেলেই তা পুরোদমে চালু করে দেওয়া হবে এবং অনলাইনে টিকিট বুকিং করার সময় ওই অপশন পাওয়া যাবে।