নিজস্ব প্রতিবেদন : আগস্ট মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল তা আস্তে আস্তে মিটতে শুরু করেছে। মূলত গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গ এখন কিছুটা হলেও স্বস্তির মুখে। আর এসবের মধ্যে এবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, মূলত ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার দাপটে এমন বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast West Bengal) মিলেছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মেলে। আবহাওয়া দপ্তর যা জানিয়েছে তাতে আপাতত সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টি, আবার কোন কোন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলবে। মোটের উপর এখন গোটা বাংলা জুড়েই বৃষ্টির ছোঁয়া পাওয়া যাবে।
উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী আগামী ১২ আগস্ট পর্যন্ত ৭ থেকে ২০ সেন্টিমিটার অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কোচবিহার জেলার বিভিন্ন অংশে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি থামার নাম গন্ধ এখন নেই বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
আরও পড়ুন ? Driving Licence: না থাকলেও চিন্তা নেই, এবার ডেকে ডেকে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে পুলিশ
এখন যদি দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে, ৯ আগস্ট অর্থাৎ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এর পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, কলকাতা, হাওড়ায়। তবে শনিবার থেকে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
শনিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি বীরভূম, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। শনিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়ায়। শনিবারের পাশাপাশি আগামী সপ্তাহের মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে।