Bangla Sahayata Kendra: আপনার বাড়ির কাছে কোথায় রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র, জানার সহজ উপায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সাধারণ মানুষদের জন্য একদিকে যেমন নানান ধরনের প্রকল্প চালু করা হয়েছে, ঠিক সেই রকমই সেই সকল প্রকল্পের আবেদন থেকে শুরু করে নানান সহযোগিতার জন্য চালু করা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra)। বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যেই এমন সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। তবে অনেকেই জানেন না কোথায় রয়েছে এই ধরনের কেন্দ্র।

Advertisements

আপনার বাড়ির কাছাকাছি কোথায় বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে তা জানার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। যে ওয়েবসাইটে ক্লিক করে নিজের জেলা এবং ব্লক বেছে নেওয়ার পর খুব সহজেই বাংলা সহায়তা কেন্দ্রের লোকেশন জানা যায়। এমনকি ম্যাপের মাধ্যমেও কোথায় ওই কেন্দ্র রয়েছে তা ওই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়।

Advertisements

বাংলা সহায়তা কেন্দ্র এতটাই উপকারী যে এই সকল কেন্দ্র থেকে মোট ৪০ টি বিভাগের ২৯২ টি বিভিন্ন ধরনের পরিষেবা পাওয়া যায়। এর মধ্যে ১০৪ টি হলো লেনদেন পরিষেবা, ৯৭ টি ই-ওয়ালেট পরিষেবা সহ বাকি তথ্য পরিষেবা প্রদান করা হয়। রাজ্যের প্রত্যেক জেলার মানুষেরা যাতে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন তার জন্য হাজার হাজার বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Chartered Accountant: চাওয়ালার মেয়ে সিএ পাশ! খবর পেতেই বাবাকে জড়িয়ে অজোরে কান্না

বাংলা সহায়তা কেন্দ্র কত সংখ্যক রয়েছে তা সম্পর্কে সরকারি ওয়েবসাইট থেকে যা জানা গিয়েছে তাতে রাজ্যে ৩৫৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। এই সকল বাংলা সহায়তা কেন্দ্রের ঠিকানা অর্থাৎ আপনার বাড়ির কাছে কোথায় বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে তা জানার জন্য https://bsk.wb.gov.in/findbsk ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকেই আপনি আপনার বাড়ির কাছাকাছি থাকা বাংলা সহায়তা কেন্দ্রের খোঁজ পেয়ে যাবেন।

ওই ওয়েবসাইটে যাওয়ার পর ড্রপ ডাউন বক্স থেকে প্রথমেই আপনাকে বেছে নিতে হবে আপনার জেলার নাম। জেলার নাম বেছে নেওয়ার পর বেছে নিতে হবে ব্লকের নাম। ব্লকের নাম খুঁজে নেওয়া হলেই দেখা যাবে নিচে একটি তালিকা দেওয়া হয়েছে এবং সেই তালিকায় বাংলা সহায়তা কেন্দ্রগুলির উল্লেখ রয়েছে। এখন আপনার বাড়ির কাছাকাছি যে বাংলা সহায়তা কেন্দ্রটি মনে হচ্ছে সেটি বেছে নিতে পারবেন। সেখানে আপনি ওই বাংলা সহায়তা কেন্দ্রের ঠিকানার পাশাপাশি নম্বরও পেয়ে যাবেন। এসব পেলে আপনি সহজেই সেখানে পৌঁছে যেতে পারবেন।

Advertisements