নিজস্ব প্রতিবেদন : কম খরচে এবং স্বাচ্ছন্দে যাতায়াতের ক্ষেত্রে রেল পরিষেবার বিকল্প আর কিছু হয় না। যে কারণে কম দূরত্ব হোক অথবা বেশি, দেশের অধিকাংশ মানুষেরাই সফরের জন্য ভারতীয় রেলকে (Indian Railways) বেছে নেন। তবে ট্রেনে সফর করার ক্ষেত্রে ভারতীয় রেলের বেশ কিছু নিয়ম (Indian Railways Rules) রয়েছে, যে সকল নিয়ম না জেনে, না বুঝে অমান্য করার কারণে যাত্রীদের জরিমানা থেকে শাস্তি পেতে হয়।
ট্রেনে চড়ে সফল করার ক্ষেত্রে যাত্রীদের জন্য ভারতীয় রেলের তরফ থেকে বিভিন্ন নিয়ম তৈরি করা হয়েছে। তবে সেই সকল নিয়মের মধ্যে কিছু সাধারণ নিয়ম রয়েছে যেগুলিও অনেক সময় যাত্রীরা ভুলে যান। আবার অনেক সময় মনে থেকেও সেই সকল ভুল করেন। এই ধরনের ঘটনায় রেলের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী নিয়ম অমান্য করা যাত্রীদের আর্থিক জরিমানা থেকে শুরু করে জেলের মতো শাস্তিও ভুগতে হয়।
রেলের যে সকল নিয়ম রয়েছে তার মধ্যে যাত্রীদের সুরক্ষার জন্য ১৯৮৯ সালের অধীনে একটি নিয়ম জারি করেছে ভারতীয় রেল, যে নিয়মটি অমান্য করলে যাত্রীদের আর্থিক জরিমানার পাশাপাশি জেল দুটোই হতে পারে। রেলের এই নিয়মটি আবার অধিকাংশ যাত্রীরা জানলেও বেশ কিছু সময় ইচ্ছাকৃতভাবেই নিয়ম অমান্য করে থাকেন। আর তার জেরে ধরা পড়লেই জেল থেকে জরিমানা দুটোই হয়।
আরও পড়ুন ? Bangla Sahayata Kendra: আপনার বাড়ির কাছে কোথায় রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র, জানার সহজ উপায়
যে নিয়মটির কথা বলা হচ্ছে সেই নিয়মটি হল ট্রেনে বিপদজনক কোন সামগ্রী সঙ্গে নিয়ে বহন না করা। যে সকল সামগ্রীর কথা বলা হচ্ছে সেগুলি হল পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদির মত দাহ্য পদার্থ এবং আতশবাজি, আগ্নেয়াস্ত্র ইত্যাদি মত বিস্ফোরক পদার্থ। এই সকল পদার্থ নিয়ে ট্রেনে ভ্রমণ যে কোন মুহূর্তে বিপদ ডেকে আনতে পারে আর সেই কারণেই এই সকল পদার্থ কঠোরভাবে ট্রেনে উঠানো নিষিদ্ধ।
এছাড়াও রয়েছে ট্রেনের ভিতর অথবা স্টেশনে ধূমপান করা অথবা অগ্নিসংযোগ ঘটাতে পারে এমন কোন জিনিস বহন না করা। এছাড়াও বিমানের মত ট্রেনে অতিরিক্ত লাগেজ বহন করার ক্ষেত্রেও আলাদা করে খরচ দিতে হয়। ট্রেনে পোষ্য সঙ্গে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও রয়েছে আলাদা নিয়ম। আর এই সকল নিয়ম অমান্য করলে যাত্রীদের জরিমানা দিতে হয়, কখনো কখনো শাস্তি হিসেবে জেল আবার কখনো কখনো জেল ও জরিমানা দুটোই হয়ে থাকে।