Paschim Medinipur: করতে হবে না একগাদা টাকা খরচ, এবার মাত্র ২৪০ টাকায় মিলবে ড্রাইভিং লাইসেন্স

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। কেননা যানবাহন নিয়ে রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকতেই হয় চালকদের কাছে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে ট্রাফিক পুলিশ ধরলেই জরিমানা দিতে হয়। আবার সেই জরিমানার পরিমাণ থাকে অনেকটাই। কিন্তু অনেকেই রয়েছেন যারা হয়রানি এবং টাকা-পয়সা খরচের ভয়ে ড্রাইভিং লাইসেন্স করার না। তাদের জন্য এবার সুখবর, কেননা মাত্র ২৪০ টাকাতেই এবার মিলবে ড্রাইভিং লাইসেন্স।

Advertisements

ড্রাইভিং লাইসেন্স করানোর ক্ষেত্রে গাড়ি অথবা বাইক চালানোর অভিজ্ঞতা থাকার পাশাপাশি আবেদনকারীদের আরটিও অফিসে যেতে হয়। যেখানে আবেদনের মধ্য দিয়ে পাওয়া যায় ড্রাইভিং লাইসেন্স। কিন্তু এই পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু ঝামেলা রয়েছে বলেই মনে করেন আবেদনকারীরা। এছাড়াও টাকা পয়সাও অনেকটাই খরচ হয় বলেও তারা দাবি করেন। এসবের পরিপ্রেক্ষিতেই এবার খুব সহজে মাত্র ২৪০ টাকায় ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বন্দোবস্ত করলো পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) পুলিশ।

Advertisements

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে তাদের পুলিশ লাইনে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখানে খুব সহজেই যাতে গাড়ি চালু করা ড্রাইভিং লাইসেন্স পান তার ব্যবস্থা করা হয়েছে। এখানে আবেদনের মধ্য দিয়েই চালকরা লার্নার পাবেন। বিভিন্ন দিনের ভিত্তিতে জেলা পুলিশের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দাদের এই ক্যাম্পে লাইসেন্স করানোর জন্য সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ১৪ আগস্ট পর্যন্ত এই ক্যাম্প চলবে বলে জানা গিয়েছে মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে।

Advertisements

আরও পড়ুন ? Durga Puja Special Trains: এখন থেকেই পুজোর স্পেশাল ট্রেনের বন্দোবস্ত রেলের, রুট দেখে প্ল্যান করার আগাম সুযোগ

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ মূলত পরিবহন দপ্তরকে সঙ্গে নিয়েই এই মেলার আয়োজন করেছে। যেখানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করার ক্ষেত্রে একেবারেই ঝামেলা নেই। খুব সহজে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আবেদনকারীরা। আর এর জন্য খরচ হবে খুব কম। ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত এই যে মেলা চালু করা হয়েছে সেখানে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে। এছাড়াও আধারের সঙ্গে যে মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে সেটি সঙ্গে রাখতে হবে।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে এই যে মেলার আয়োজন করা হয়েছে সেখানে দুই চাকা এবং চারচাকা যানবাহনের জন্য ড্রাইভিং লাইসেন্স করাতে হলে খরচ হিসাবে দিতে হবে মাত্র ২৪০ টাকা। অন্যদিকে যদি কেউ দুই চাকা ও চারচাকা একত্রে ড্রাইভিং লাইসেন্স পেতে চান তাহলে তাকে খরচ করতে হবে মাত্র ৩৬০ টাকা।

Advertisements