নিজস্ব প্রতিবেদন : বহু মানুষ রয়েছেন যারা প্রতিদিনই ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করে থাকেন। ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে সবার প্রথম যা দরকার তা হল বৈধ টিকিট। কিন্তু অনেকেই রয়েছেন যারা আগে থেকে টিকিট বুকিং না করার কারণে কনফার্ম টিকিট পান না। তাদের টিকিট চলে যায় ওয়েটিং লিস্টে (Train Waiting List Ticket)। আবার ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম না হলে টাকা ফেরত পাওয়া যায়। কিন্তু এবার এই টাকা ডবল ফেরত মিলবে। এবার এমনই এক নতুন গ্যারান্টি এসে গেল।
ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম না হলে সাধারণত টিকিটের যে দাম সেই টাকায় ফেরত পাওয়া যায়। কিন্তু কি এমন গ্যারান্টি এসে গেল যার মাধ্যমে ওয়েটিং লিস্টে থাকার টিকিট কনফার্ম না হলে ডবল টাকা ফেরত পাওয়া যাবে? বিষয়টি একেবারে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু অবিশ্বাস্য মনে হলেও তা নয়, কেননা এবার এইরকমই ডবল টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি দিচ্ছে একটি সংস্থা।
ওয়েটিং লিস্টে থাকার টিকিট কনফার্ম না হলে ডবল টাকা ফেরতের জন্য যাত্রীদের টিকিট বুকিং করতে হবে Goibibo ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে। এই সংস্থার ওয়েবসাইট অথবা অ্যাপের মধ্যে রয়েছে ‘গো কনফার্ম ট্রিপ’ অপশন। টিকিট বুকিং করার সময় ওই অপশন থেকে টিকিট বুকিং করতে হবে। এই অপশন থেকে টিকিট বুকিং করলে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই।
আরও পড়ুন ? LIC New Rules: দারুণ খবর, সময়মতো LIC-র প্রিমিয়াম জমা দিতে না পারলেও ল্যাপস নয়, সুযোগ দিচ্ছে সংস্থা
তবে যদি টিকিট কনফার্ম না হয় তাহলে টিকিটের জন্য আইআরসিটিসি যে টাকা কাটে সেই টাকা সংস্থার তরফ থেকে ফেরত যাওয়ার পাশাপাশি আরও ভাউচার দেওয়ার ঘোষণা করা হয়েছে। সংস্থার তরফ থেকে যে ভাউচার দেওয়া হচ্ছে তা মূলত টিকিটের দামের সমান। অর্থাৎ টিকিটের দাম ফেরত এবং ভাউচার মিলিয়ে প্রায় দ্বিগুণ সুবিধা পাওয়া যাবে। সংস্থার তরফ থেকে যে ভাউচার দেওয়া হচ্ছে তা মূলত ট্রাভেল ভাউচার।
যে সকল যাত্রীদের ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হবে না তারা ওই ট্রাভেল ভাউচার পাবেন এবং ওই ট্রাভেল ভাউচার ব্যবহার করা যাবে পরবর্তী যেকোনো ফ্লাইট, বাস অথবা ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে। ওই সকল ভাউচারের ব্যবহার করতে অবশ্যই যাত্রীদের Goibibo ওয়েবসাইট থেকেই নিজেদের টিকিট বুকিং করতে হবে।