New Scheme for Women: FD-এর থেকে অনেক বেশি! মহিলাদের জন্য কেন্দ্রের এই প্রকল্পে টাকা রাখলেই বড়লোক হওয়ার সুযোগ

Prosun Kanti Das

Published on:

Advertisements

New Scheme for Women: আপনি কি মহিলা? আপনি কি কম সময়ে লাভবান হতে চান? তাহলে বিনিয়োগ করুন কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পটিতে (New scheme For women)। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনি রাতারাতি হয়ে যেতে পারেন বড়লোক। প্রাপ্ত সুদের মাধ্যমে লাভবান হওয়া ছাড়াও রয়েছে কর ছাড়ের সুবিধা। এই প্রকল্পে বিনিয়োগ করলে কর ছাড়ের সুযোগ পেয়ে যাবেন মহিলারা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিয়ে আসা নতুন প্রকল্পটির নাম মহিলা সম্মান সঞ্চয় পত্র। এই প্রকল্পে বিনিয়োগ করলে বড়লোক হতে সময় লাগতে পারে মাত্র দুবছর। ২০২৩-২৪ সালে বাজেট পেশ করার সময় এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন স্বয়ং অর্থমন্ত্রী নির্মলা সীতারামান।

Advertisements

সরকারের তরফ থেকে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করা হচ্ছিল। সেই সময়ে এই এককালীন স্বল্প সঞ্চয়মূলক প্রকল্পটি চালু করার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী। মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পে (New scheme For women) বিনিয়োগ করার সময়সীমা ২৪ মাস অর্থাৎ দু’বছর। দু’বছ পরে সুদ সমেত টাকা ফেরত পাবেন বিনিয়োগকারী। এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট সুদের হার ধার্য করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে এই প্রকল্পের সুযোগ সুবিধা ভোগ করতে চাইলে কয়েকটি শর্ত মেনে চলতে হবে বিনিয়োগ কারিকে। যেমন এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইলে বিনিয়োগকারীর বয়স ন্যূনতম ১০ বছরের উর্দ্ধে হতে হবে বিনিয়োগের তারিখের হিসাবে। বিনিয়োগকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বিনিয়োগকারীকে মহিলা হতে হবে।

Advertisements

মহিলাদের জন্য নিয়ে আসা বিশেষ এই প্রকল্পটিতে (New scheme For women) বিনিয়োগ করার সর্বোচ্চ সীমা ২ লক্ষ টাকা। আর এই বিনিয়োগের উপর ৭.৫% হারে সুদ পাবেন বিনিয়োগকারীরা। ব্যাংক অথবা অন্যান্য স্বল্প মূল্যের প্রকল্পের সাথে তুলনামূলক পর্যালোচনা করলেই দেখা যাবে মহিলা সম্মান সবথেকে বেশি সুদ প্রদান করতে সক্ষম। প্রকল্পের মেয়াদও মাত্র দুই বছর। অর্থাৎ খুবই কম সময়ে বিনিয়োগ করা অর্থ থেকে প্রাপ্ত লোভ্যাংশ উপভোগ করতে পারবেন বিনিয়োগকারী। পাশাপাশি পাওয়া যাবে আয়করে ব্যাপক ছাড়। সব মিলে লাভের ভাগই বেশি থেকে যাচ্ছে বিনিয়োগকারীদের জন্য। জেনে নেওয়া যাক এই প্রকল্পের বিনিয়োগ করলে কিভাবে সুদ দেওয়া হবে বিনিয়োগকারীকে অথবা কত টাকা বিনিয়োগ করলে সুদ হিসেবে কত টাকা পাওয়া যাবে?

Advertisements

আরও পড়ুন : Vande Bharat Express: বন্দে ভারতে আরও সফর করতে পারবেন আরও বেশি যাত্রী, কোচ সংখ্যা বৃদ্ধি করছে রেলের

কোন আমানতকারী যদি এই অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে দু বছরের মেয়াদ শেষে ২ লক্ষ ৩২ হাজার ৪৪ টাকা পাবেন সেই বিনিয়োগকারী। তবে এই সুদের টাকা এককালীন ফেরত দেওয়া হয় না ত্রৈমাসিক হারে ফেরত দেওয়া হয়। কোন আমানতকারী যদি মনে করেন তাহলে মেয়াদ সম্পূর্ণ হবার আগে সুদের অর্থ বাদ দিয়ে শুধুমাত্র আসলের উপর ভিত্তি করে অর্ধেক টাকা তুলে নেওয়ার অনুমতি পাবেন। আপনি চাইলে দু বছরের আগেই অ্যাকাউন্টটিকে বন্ধ করিয়ে দিতে পারেন। অ্যাকাউন্ট তৈরি হওয়ার ছয় মাসের মধ্যে যদি সেটাকে বন্ধ করতে হয় তাহলে সুদের হারে কিছুটা তারতম্য ঘটবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে সুদ হিসেবে পাওয়া যাবে ৫.৫ শতাংশ টাকা।

এছাড়া যদি আমানতকারী মারা যান অথবা কোন দূরারোগ্য ব্যাধিতে ভুগতে থাকেন, তাহলে তার মৃত্যুর পর অ্যাকাউন্টটি বন্ধ করার সুযোগ পাবেন বাড়ির লোক। যদি কোন ব্যক্তি এই প্রকল্পে বিনিয়োগ করে মেয়াদ শেষ হবার আগেই মারা যান তবে তার পরিবার তাদের এই অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবে। মহিলাদের জন্য চালু করা এই বিশেষ প্রকল্পে (New scheme For women) আবেদন করতে চাইলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। যেমন নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, প্যান কার্ড ডিটেলস, আধার নম্বর, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি ইত্যাদি। নতুন অ্যাকাউন্ট করা নারীদের কাছে যদি পে স্লিপ থাকে তাহলে নতুন কেওয়াইসি ফর্মের সাথে পে স্লিপটিকেও জমা করতে হবে। নিকটবর্তী যেকোনো ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে আপনি প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

Advertisements