Reliance: মোবাইল রিচার্জের দাম বাড়ানোর পর এবার আরও বড় ঝটকা দিল রিলায়েন্স

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জুলাই মাসের শুরুতেই মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিকম সংস্থা জিও মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে। বর্তমান মহার্ঘ বাজারে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি পাওয়ার ফলে বহু মানুষ রয়েছেন যারা রীতিমতো অসুবিধার সম্মুখীন। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি এবার এর থেকেও আরও একটি বড় ঝটকা দিল মুকেশ আম্বানির রিলায়েন্স (Reliance)।

Advertisements

মুকেশ আম্বানির রিলায়েন্স এবার যে ঝটকা দিয়েছে তাতে বহু মানুষের রুজি রোজগার নিয়ে টানাটানি শুরু হয়েছে। কেননা তাদের তরফ থেকে এবার অন্যান্য বেসরকারি সংস্থার মতোই কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নেওয়া হয়েছে। আর সেই কর্মী ছাঁটাইয়ের সংখ্যা অল্পস্বল্প নয়, সংখ্যাটা বিপুল। যে কারণে কাজ হারানো ওই সকল কর্মীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পা দিয়েছেন।

Advertisements

ব্যবসায়িক দিক দিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেশের পাশাপাশি বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা ছড়িয়ে রীতিমতো সাম্রাজ্য তৈরি করেছে। সম্পত্তির দিক দিয়েও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অন্যতম একটি সংস্থা হয়ে দাঁড়িয়েছে বিশ্বে। পাশাপাশি দিন দিন নিজের সম্পত্তি বাড়িয়ে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অন্যতম মুখ মুকেশ আম্বানি। আর এসবের মধ্যেই এমন কর্মী ছাঁটাই রীতিমতো উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

আরও পড়ুন ? সিনেমার টিকিটের থেকেও কম খরচে জিও দিচ্ছে বিনোদনের দারুণ সুযোগ

সর্বভারতীয় একাধিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মোট কর্মী সংখ্যা ছিল ৩ লক্ষ ৮৯ হাজার। কিন্তু ২০২৩-২৪ অর্থবর্ষে সেই কর্মী সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৭ হাজার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে সাম্রাজ্য রয়েছে সেই সাম্রাজ্য থেকে একটি অর্থবর্ষে ৪২ হাজার কর্মী ছাঁটাই হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যে সকল কর্মীদের ছাটাই করা হয়েছে তাদের মধ্যে বড় সংখ্যার কর্মীরা রয়েছেন নবাগত বলেই জানা যাচ্ছে।

এমন ছাঁটাইয়ের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তাহলে কি খরচ কমানোর জন্যই সংস্থার তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কিছু রিপোর্ট অন্ততপক্ষে এমনটাই দাবি করছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে সকল সেক্টরে কর্মী সংখ্যা কমেছে সেগুলি হল রিলায়েন্স রিটেল। এই সেক্টরে ২০২২-২৩ অর্থবর্ষে কর্মী ছিল ২ লক্ষ ৪৫ হাজার, যা ২০২৩-২৪ অর্থবর্ষে কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭ হাজার। অর্থাৎ এই সেক্টর থেকেই ৩৮ হাজার কর্মী ছাঁটাই হয়েছে। রিলায়েন্স রিটেল ছাড়াও জিও থেকেও অনেক কর্মী ছাঁটাই হয়েছে বলেই জানা যাচ্ছে।

Advertisements