CAA: বদলে গেল CAA, এবার বাংলাদেশ হোক বা পাকিস্তান, মুসলিম বাদে আরও সহজে ভারতে মিলবে নাগরিকত্ব

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্ক: CAA বা সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। যে আইনে ভর করে কেন্দ্র সরকার বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি সাম্প্রদায়ের মানুষেরা সহজেই ভারতের নাগরিকত্ব পাবেন। ভারতের নাগরিকত্ব পেতে তাদের কয়েকটি শর্ত পালন করতে হবে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন এই আইন চালু করার পর ২০২৪ এর লোকসভা নির্বাচনে বাজিমাত করবে এমনটাই আশা করেছিল। তবে সেই আশা পূরণ হয়নি। এদিকে নতুন সিএএ আইন নিয়ে অনেকের মধ্যেই নানান প্রশ্ন মাথাচাড়া দেয়। যে কারণে বিষয়টি অনেকের কাছে জটিল হয়ে পড়ায় তাতে বদল আনা নিয়ে জল্পনা চলছিল। আর সেই বদল আসার পরিপ্রেক্ষিতে এবার আরও সহজে মিলবে নাগরিকত্ব।

Advertisements

ভারতের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে নিয়মে যে বদল আনা হয়েছে সেই নিয়ম মূলত নথি জমা দেওয়ার ক্ষেত্রে। এমন নিয়মে বদল আনা হয়েছে CAA নিয়মের ১এ শিডিউলে। আগে যেখানে আবেদনকারীকে প্রমাণ হিসাবে জমা দিতে হতো, আবেদনকারী অথবা তার কোন পূর্বপুরুষ বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তানের মতো দেশে সংখ্যালঘু এবং সেখান থেকে ভারতে এসেছিলেন।

Advertisements

আরও পড়ুন : New Scheme for Women: FD-এর থেকে অনেক বেশি! মহিলাদের জন্য কেন্দ্রের এই প্রকল্পে টাকা রাখলেই বড়লোক হওয়ার সুযোগ

এমন প্রমাণ দেওয়ার ক্ষেত্রে যে সকল নথির প্রয়োজন হতো তাতে মোট ৯টি নথি আগে তালিকায় ছিল। সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া ওই ৯টি নথিই জমা দিতে হতো। কিন্তু এবার এই নথি জমা দেওয়ার ক্ষেত্রে সহজ করার জন্য সরকারের তরফ থেকে উল্লেখিত ৯টি নথির পাশাপাশি যুক্ত করা হয়েছে ‘ইত্যাদি’ শব্দটি। এই শব্দটি যুক্ত করার ফলে যাদের কাছে উল্লেখিত ঐ ৯টি নথি নেই তাদের কাছে অন্য নথি থাকলেও তা জমা দেওয়া যাবে।

সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উল্লেখিত ঐ সকল দেশ থেকে আসা অনেক সংখ্যালঘুর ভারতের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সুবিধা বাড়বে। এমনকি ওই সকল দেশের কোন প্রসিদ্ধ মন্দির বা ধর্মীয় স্থানের পুরোহিতের শংসাপত্র দিয়েও এবার আবেদন করা যেতে পারে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য।

Advertisements