Sim Card New Rules: ২ বছরের জন্য ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে সিম কার্ড, ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম জারি করছে ট্রাই

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্ক: জুলাই মাস থেকেই চর্চায় কেবল সিমকার্ড, মোবাইল রিচার্জ ইত্যাদি। আসলে মোবাইল রিচার্জ খরচ বৃদ্ধি পাওয়ার পর থেকেই এমন চর্চা বেড়েছে। আর এসবের মধ্যেই ট্রাইয়ের একটি নতুন নিয়ম চর্চায় (Sim Card New Rules) এলো। যে নিয়ম অনুযায়ী ট্রাইয়ের নির্দেশিকা অমান্য করলে ২ বছরের জন্য ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে সিম কার্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।

Advertisements

ট্রাই কেন এমন নির্দেশিকা জারি করলো? দেশে একদিকে যেমন মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে চলেছে, ঠিক সেই রকমই পাল্লা দিয়ে বাড়ছে স্প্যাম কল বা ফেক কল। ট্রাইয়ের তরফ থেকে মূলত এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য এমন পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে কোন নিয়ম না মানলে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা জানিয়েছে ট্রাই।

Advertisements

নতুন নিয়ম অনুযায়ী ট্রাই জানিয়েছে, স্প্যাম কল অথবা ফেক কলের জন্য পুরো দায় নিতে হবে টেলিকম অপারেটরগুলিকেই। এমন নির্দেশ দেওয়ার পিছনে জানানো হয়েছে, কেননা ঐ সকল টেলিকম সংস্থার নেটওয়ার্ক ব্যবহার করেই এমন ফেক কল বা স্প্যাম কল করা হয়। এমনকি যদি গ্রাহকদের তরফ থেকে এই ধরনের কোন অভিযোগ করা হয়ে থাকে তাহলে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে টেলিকম সংস্থাগুলিকেই।

Advertisements

আরও পড়ুন : BSNL 5G: BSNL 5G-তে হল প্রথম ভিডিও কল, বাংলায় কবে মিলবে সস্তায় দ্রুতগতির ইন্টারনেট

ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী, কোন গ্রাহক যদি তার মোবাইল নম্বর ব্যবহার করে টেলি মার্কেটিং বা কোন প্রমোশনাল কল করে থাকেন এবং ওই নম্বরের বিরুদ্ধে অভিযোগ এলে সেই নম্বর দু’বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ফলে আগামী দিনে ফেক কল ও স্প্যাম কলের সংখ্যা কমবে বলেই মনে করা হচ্ছে।

ট্রাই এবার কড়া পদক্ষেপ নিয়ে জানিয়েছে, এই ধরনের ঘটনা যদি এবার ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কারণে কেউ যেন নিজের নম্বর ব্যবহার করে কোনরকম প্রমোশনাল কল অথবা টেলি মার্কেটিং না করেন।

Advertisements