বাংলাএক্সপি ডেস্ক: সারা বছরই পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দীঘা সহ মন্দারমনি, তাজপুর ইত্যাদি জায়গায় পর্যটকরা ভিড় জমিয়ে থাকেন। পর্যটকদের নিরাপত্তা থেকে শুরু করে সুরক্ষা, স্বাচ্ছন্দ ইত্যাদির জন্য বিভিন্ন সময় নিয়মে নানান বদল আনা হয়। ঠিক সেই রকমই দীঘা ভ্রমণের (Digha Tour) ক্ষেত্রে আগস্ট মাস থেকে নতুন নিয়ম জারি করা হলো। নিয়মের বদল আনায় জেনে নিন এবার কি কি করতে হবে।
দীঘা সমুদ্র সৈকতে যেমন প্রতিদিন হাজার হাজার পর্যটকদের আগমন হয়ে থাকে, ঠিক সেইরকমই আবার বছরের বিভিন্ন সময় দিঘাকে নিয়ে নানান অপ্রীতিকর ঘটনার সাক্ষীও থাকতে দেখা যায়। কখনো মধুচক্রের মতো ঘটনা সামনে আসে, তো আবার কখনো সামনে আসে সর্তকতাকে দূরে সরিয়ে সমুদ্রসৈকতে নিয়ে বিপত্তির মত ঘটনা। আর এই সকল ঘটনায় রাশ টানতে প্রশাসনের তরফ থেকে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়।
দীঘায় কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসনিক তরফ থেকে আগেই অতিথি নামে একটি পোর্টাল চালু করা হয়েছিল। প্রশাসনের তরফ থেকে চালু করা ওই পোর্টালে দীঘায় আগত পর্যটকদের সমস্ত নথি আপলোড করতে হতো। দীঘায় আসা পর্যটকদের নথি আপলোড করার দায়িত্ব মূলত হোটেল কর্তৃপক্ষের ঘাড়েই যাওয়া হয়েছে। এমনকি এই ধরনের নথি আপলোডের ক্ষেত্রে কোথাও কোন রকম সামঞ্জস্য না পাওয়া গেলে পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরও পড়ুন : বাংলাদেশে টাকা তোলা নিয়ে নতুন নির্দেশ, ভোগান্তি বাসিন্দাদের
এবার আগস্ট মাস থেকে প্রশাসনের তরফ থেকে চালু করা ওই অতিথি পোর্টালে বদল আনা হলো। এখন আর অতিথি পোর্টাল থাকছে না, পরিবর্তে আনা হয়েছে স্বাগত পোর্টাল। গত ১ আগস্ট থেকে অতিথি পোর্টালের বদলে চালু করা হয়েছে নতুন স্বাগত পোর্টালটি। নতুন এই পোর্টালটিকে কেবলমাত্র পর্যটকদের নথি যুক্ত থাকবে এমন নয়, এর পাশাপাশি পর্যটকরা আরও বেশ কিছু সুবিধা পাবেন বলে জানিয়েছেন মহকুমা শাসক এবং দীঘা ও শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক সৌভিক ভট্টাচার্য।
নতুন এই যে পোর্টাল চালু করা হয়েছে সেখানে পর্যটকদের নথি থাকার পাশাপাশি পর্যটকরা জানতে পারবেন কোন হোটেলে কতগুলি রুম ফাঁকা রয়েছে, কোথায় কোথায় রয়েছে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান ইত্যাদি। আগের যে পোর্টাল ছিল সেই পোর্টালটিকে আরও সাজিয়ে গুছিয়ে নতুন পোর্টালটিকে প্রশাসনিক এবং পর্যটক দুয়েরই উপযোগী করে তোলা হয়েছে।