বাংলাএক্সপি ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের চাওয়া পাওয়ার মধ্যে মহার্ঘ ভাতা (DA) নিয়ে মাসের পর মাস ধরে আন্দোলন চলছে। এই আন্দোলন দফায় দফায় তীব্র আকার নিলেও আবার কখনো কখনো থিতিয়ে যেতে দেখা যায়। সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের এই আন্দোলনে আর সেই ভাবে জোর দেখা যাচ্ছে না। আবার আন্দোলনের জোর দেখা না গেলেও রাজ্য সরকারের তরফ থেকে একটি সুখবর দেওয়া হল। আর সেই সুখবর অনুযায়ী পুজোর আগেই সরকারি কর্মচারীদের পকেটে ২৫ হাজার টাকা পর্যন্ত ঢুকবে।
রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতই রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা থেকে শুরু করে জেনারেল প্রভিডেন্ট ফান্ড সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। আর এই সকল সুযোগ সুবিধার ক্ষেত্রে সম্প্রতি কেন্দ্রীয় হারে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের উপর ৭.১% সুদ দেওয়ার ঘোষণা করা হয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে ২৫ হাজার টাকা পর্যন্ত ঢোকার বিষয়েও সুখবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন : Digha Tour: দীঘা ঘুরতে যাওয়ার নিয়মে বদল, জেনে নিন আগস্ট থেকে নতুন কি করতে হবে
রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি গ্রুপ ইনসিওরেন্স (Group Insurance) সংক্রান্ত একটি সুখবর দিয়ে এমন ২৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে বলে জানানো হয়েছে। সরকারি কর্মচারীরা ছাড়া অধিকাংশ মানুষেরাই জানেন না, সরকারি কর্মচারীদের বেতন থেকে গ্রুপ ইন্সুরেন্সের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়ে থাকে। সেই টাকার উপর সুবিধা দেওয়ার পাশাপাশি আবার সুদ দেওয়া হয়। এক্ষেত্রে যে সুদ পাওয়া যায় তা বেশ মোটা অংকের। কেননা এক্ষেত্রেও ৭.১% হারে সুদ দেওয়া হবে।
চাকরিতে যোগ দেওয়া এবং অবসর নেওয়ার হিসেব অনুযায়ী যারা ১৯৮৭ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন এবং ২০২৪ সালের অক্টোবর মাসে অবসর নিতে চলেছেন তারা গ্রুপ ইন্সুরেন্সের সুদ বাবদ ২৪ হাজার ৮৯৬.৩৩ অর্থাৎ প্রায় ২৫ হাজার টাকা হাতে পাবেন। ১৯৮৮ সালে কর্মজীবন শুরু করা এবং ২০২৪ সালের অক্টোবর মাসে অবসর নেওয়া সরকারি কর্মচারীরা পাবেন ২২ হাজার ২৫৯.০৯ টাকা। এইভাবে হিসেব অনুযায়ী, যারা পরবর্তীতে চাকরি পেয়েছিলেন এবং ২০২৪ সালের অক্টোবর মাসে অবসর নিচ্ছেন তারাও গ্রুপ ইন্সুরেন্সে জমা করা টাকার সুদ পাবেন, তবে কর্মজীবনের পরিপ্রেক্ষিতে কেউ বেশি আবার কেউ কম পাবেন। মোটের উপর পুজোর আগে এই টাকা অনেকটাই কাজে লাগবে সরকারি কর্মচারীদের।