বাংলাএক্সপি ডেস্ক: বেশ কিছু নাম রয়েছে যেগুলিকে সোজা হোক অথবা উল্টো, যেদিকেই লেখা হোক না কেন একই দেখায় অর্থাৎ সোজা দেখায়। এই যেমন কটক শহরের নাম। কটক শহরের নামকে সোজা অথবা উল্টো যে দিক থেকেই লেখা হোক না কেন, উচ্চারণ সেই কটকই হবে। ঠিক সেই রকমই বাংলায় রয়েছে একটি গ্রাম, যার নামও সোজা অথবা উল্টো যেদিক থেকেই লেখা হোক না কেন উচ্চারণ একই হয়।
চাকরির পরীক্ষা হোক অথবা বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্নে এমন নানান প্রশ্ন দেখা যায়। যেগুলির উত্তর খুব সহজ হলেও অধিকাংশ সময়ই হিমশিম খেতে হয় উত্তর দিতে। ঠিক সেই রকমই কটক শহরের নামটি বলে না দেওয়া হলে যদি শুধু বলা হত, দেশে এমন কোন শহর রয়েছে যার নাম সোজা ও উল্টো দিক দিয়ে লিখলে একই হয়? তাহলে উত্তর দিতে হিমশিম খেতে হতো।
ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গেও একটি গ্রাম রয়েছে যার নাম সোজা অথবা উল্টো যেদিক ধরেই লেখা হোক না কেন একই হবে। তবে কটকের ক্ষেত্রে কটক নামটি বাংলায় সোজা অথবা উল্টো লিখলে একই হয়, কিন্তু বাংলার যে গ্রামটির কথা বলা হচ্ছে সেটি ইংরেজিতে লিখতে হবে। এই গ্রামটি আবার পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় একটি গ্রাম। এই গ্রামটি রাজ্যের অন্যতম বড় একটি গ্রাম।
আরও পড়ুন : Farmer: মিলবে ১০ লক্ষ টাকা, দারুণ সুযোগ মিলবে কৃষকদের, আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট
এর উত্তর খুঁজতে যে কাউকেই হিমশিম খেতে হবে, যে কারণে আমরা কিছু ক্লু আপনাদের সামনে দিচ্ছি। গ্রামটি রয়েছে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের হাতের তালুর মধ্যে। অর্থাৎ গ্রামটি বীরভূম জেলায় অবস্থিত। এর থেকেও বেশি ক্লু লাগলে বলা যায়, গ্রামটি অবস্থিত রামপুরহাট মহকুমার মধ্যে। গ্রামটি করছে বীরভূম লোকসভার অন্তর্গত এবং হাঁসন বিধানসভায়। এরপরেও যারা বুঝতে পারছেন না তাদের অবশ্যই গ্রামটির নাম বলে দিতে হবে।
যে গ্রামটির কথা বলা হচ্ছে সেটি হল মারগ্রাম। মারগ্রামকে যদি ইংরেজিতে লেখা হয় তাহলে দাঁড়ায় Margram। এক্ষেত্রে আপনি যদি উল্টো দিক থেকেও ইংরেজিতে লেখেন তাহলেও সেই একই নাম দাঁড়াবে অর্থাৎ হবে Margram। হাতের কাছে থাকা এমন একটি কৌতুহলপূর্ণ গ্রাম সম্পর্কে অনেকেই জানেন না। অনেকেই জানেন না মারগ্রামকে ইংরেজিতে লিখলে উল্টো ও সোজা দুই দিক দিয়েই একই বানান দাঁড়ায়।