বাংলাএক্সপি ডেস্ক: স্কুল, কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে আবেদন জানানোর জন্য পাসপোর্ট সাইজের ছবি (Passport Size Picture) খুব প্রয়োজনীয় জিনিস হিসাবে ধরা হয়ে থাকে। কেননা এই সকল ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় কোথায় এমন ছবি তুলবেন এসব নিয়ে নানান সমস্যায় পড়তে হয়। আর সেই সকল সমস্যা এবার দূর করে মাত্র ১০ মিনিটে বাড়িতে পাসপোর্ট সাইজের ছবি পাঠিয়ে দেবে একটি অ্যাপ।
নতুন যে পরিষেবার কথা বলা হচ্ছে সেই পরিষেবার কারণে অবশ্য অনেক মানুষের রুজি রোজগার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। কেননা পাসপোর্ট সাইজের ছবি তুলে বহু মানুষ রয়েছেন যারা রোজগার করে থাকেন। এক্ষেত্রে নতুন এই পরিষেবায় অ্যাপের মাধ্যমে ১০ মিনিটে বাড়িতে পাসপোর্ট সাইজের ছবি চলে এলে আর তাদের কাছে কেউ যাবেন না বা তাদের কেউ ডাকবেন না।
নতুন এমন পরিষেবা যে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে তার নাম হলো ব্লিঙ্কিট (Blinkit)। Blinkit অ্যাপ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। যে অ্যাপের মাধ্যমে গ্রোসারির বিভিন্ন জিনিসপত্র হোম ডেলিভারি দেওয়া হয়। এই অ্যাপটির জনপ্রিয়তা দিন দিন বাড়ার পাশাপাশি তারা এবার বাড়িতে ১০ মিনিটের মধ্যে পাসপোর্ট সাইজের ছবি পৌঁছে যাওয়ার বন্দোবস্ত করেছে। নতুন এই ব্যবস্থাই পাসপোর্ট সাইজের ছবি পাওয়া নিয়ে ঝামেলার দিন শেষ হতে চলেছে।
Blinkit অ্যাপের মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি হোম ডেলিভারি পাওয়ার জন্য অন্যান্য সামগ্রী অর্ডার দেওয়ার মত করে অর্ডার দিতে হবে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে নিজের ছবি তুলে পাঠানোর পাশাপাশি কোন ধরনের পেপারে প্রিন্ট করতে চান তা সিলেক্ট করতে হবে। জানা যাচ্ছে, এমন পদ্ধতিতে হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে খুব বেশি যে বাড়তি খরচ করতে হবে তা নয়। খুব কম খরচের মধ্যেই খুব কম সময়ে প্রয়োজনীয় পাসপোর্ট সাইজের ছবি পেয়ে যাবেন গ্রাহকরা।
সংস্থার তরফ থেকে অবশ্য এই পরিষেবা এখন দেশের সমস্ত রাজ্যের চালু করেনি। আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা গুরগাঁও ও দিল্লিতে চালু করা হয়েছে। তবে পরবর্তীতে সংস্থার তরফ থেকে দেশের অন্যান্য সমস্ত জায়গাতে এমন পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হবে বলেই জানা যাচ্ছে। এমন পরিষেবা চালু হলে একদিকে যেমন সুবিধা বাড়বে ঠিক সেই রকমই বহু মানুষ রয়েছেন যারা এই ধরনের পেশার সঙ্গে যুক্ত তাদের রুজি রোজগার নিয়ে আগামী দিনে টানাটানি হয়ে যাবে।